করাপশন টক
রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিআর টিআর নয়, ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীদের সংসদে পাঠাতে চান: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

editor
নভেম্বর ৭, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন থেকে জাতীয় সংসদে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশের মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারেননি। তাই তারা পিআর টিআর নয়, সাধারণভাবে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীদের সংসদে পাঠাতে চান।

শুক্রবার (৭ নভেম্বর) তিনশ বছরের পুরাতন বজরা শাহী মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পিআরের (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) ধোঁয়া তুলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে একটি গোষ্ঠী, তারা পিআরের নামে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টায় লিপ্ত আছে। তাদের এ প্রচেষ্টা কখনো সার্থক হবে না।

স্বাধীনতার ৫৩ বছর পরও যারা স্বাধীনতা মেনে নিতে পারেনি তাদের হাতে দেশ কখনও নিরাপদ থাকতে পারে না বলে উল্লেখ করেন মাহবুব উদ্দিন খোকন।

এ সময় বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন তিনি।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।