করাপশন টক
বৃহস্পতিবার, ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের জয়ে প্রার্থনা করে ফাইনালে যেতে চায় শ্রীলংকা

editor
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে হেরে ফাইনালের আগেই বিদায়ের পথে শ্রীলংকা ক্রিকেট দল।

তার চেয়েও বড় কথা পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ে, শ্রীলংকার পরিস্থিতি আরো কঠিন করে তুলেছে। বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী, শ্রীলংকা সুপার ফোরে সর্বোচ্চ ২ পয়েন্টই পেতে পারে।

সুপার ফোরে ইতোমধ্যে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ একটি করে ম্যাচ জিতে ২ পয়েন্ট করে সংগ্রহ করেছে। ফলে, শ্রীলংকার সুপার ফোরে টিকে থাকার জন্য দুটি শর্ত পূরণ করতে হবে।

এক, শেষ ম্যাচে ভারতকে হারাতে হবে। দুই, বাংলাদেশকে হারাতে হবে ভারত ও পাকিস্তানকে।

২৭ সেপ্টেম্বর শ্রীলংকার শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। অন্যদিকে, বাংলাদেশ ২৪ ও ২৫ সেপ্টেম্বর ভারতের এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে। শ্রীলংকার ফাইনালে যোগ্যতার জন্য বাংলাদেশকে এই দুই ম্যাচই জেতা আবশ্যক।

যদি শ্রীলংকা ভারতের বিপক্ষে জেতে এবং বাংলাদেশ দু’টি ম্যাচই জেতে, তবে বাংলাদেশের পয়েন্ট হবে ৬, আর শ্রীলংকা, ভারত ও পাকিস্তানের পয়েন্ট হবে সমান ২ করে।

এমন হলে নেট রান রেটে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকতে হবে শ্রীলংকাকে। কাগজে-কলমে শ্রীলংকার সুপার ফোরে টিকে থাকা যেমন অসম্ভ তেমনি ফাইনালে পৌঁছানোও অসম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।