আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সুখবর পেলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা। সবশেষ ঘোষিত র্যাংকিংয়ে ২২ ধাপ উন্নতি হয়েছে শারমিনের।
আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশ নারী দলের একাধিক ক্রিকেটার। চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা ৪ জয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। টাইগ্রেস জার্সিতে আলো ছড়িয়েছেন অনেকেই। সেই প্রভাব পড়েছে র্যাংকিংয়েও।
এছাড়া ১১ ধাপ এগিয়ে ৫২ নম্বরে রয়েছেন শেষ দিকে ধুমধাড়াক্কা ব্যাটিং চালানো সোবহানা মোস্তারী। ৩৩ ধাপ উন্নতি করেছেন ওপেনার দিলার আক্তার। বর্তমানে ৭০ নম্বরে রয়েছেন তিনি। ১৭ ধাপ এগিয়ে স্বর্ণা আক্তার রয়েছেন ৮৩ নম্বরে।
বোলারদের র্যাংকিংয়েও এগিয়েছেন টাইগ্রেসরা। টাইগ্রেস লেগ স্পিনার রাবেয়া খান ১ ধাপ এগিয়ে রয়েছেন ১৪ নম্বরে। আরেক লেগি ফাহিমা খাতুন উন্নতি করেছেন ৬ ধাপ, রয়েছেন ৩০তম স্থানে। ৬ ধাপ এগিয়েছেন সানজিদা আক্তার মেঘলা, আছেন ৫৪ নম্বরে। ১ ধাপ এগিয়ে সুলতানা খাতুন আছেন ৮১ নম্বরে। ৩ ধাপ উন্নতি করে ফারিহা ইসলাম তৃষ্ণা, রয়েছেন ৯৭ নম্বরে।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে বাজিমাত করেছেন টাইগ্রেসরা। ২ ধাপ এগিয়েছেন রাবেয়া খান, রয়েছেন ২৮ নম্বরে। এছাড়া ফাহিমা খাতুন এগিয়েছেন ৭ ধাপ, আছেন ৩৫তম স্থানে। ১৮ ধাপ এগিয়েছেন স্বর্ণা আক্তার, রয়েছেন ৪৪ নম্বরে। ২৩ ধাপ উন্নতি করে রিতু মনি আছেন ৮৭ নম্বরে। সানজিদা আক্তার মেঘলা এগিয়েছেন ১৪ ধাপ, আছেন ৯৬ নম্বরে।
সূত্র: যুগান্তর।
