করাপশন টক
রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুখবর পেলেন মিরাজ

editor
অক্টোবর ২২, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

এশিয়া কাপ শেষে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে সমালোচনা মুখে পড়ে যায় মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।

দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জিতলেও গতকাল দ্বিতীয় ম্যাচে লড়াই করেও সুপার ওভারে হেরে কঠোর সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক মিরাজ।

তবে সেই সমালোচনার মধ্যেই সুখবর পেলেন মেহেদি হাসান মিরাজ। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে ওয়ানডেতে ব্যাটসম্যান ও বোলারদের তালিকায় উন্নতি হয়েছে মিরাজের। দুই বিভাগে ভালো করা মিরাজ এগিয়েছেন অলরাউন্ডারদের তালিকায়ও। ওয়ানডেতে বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে তার অবস্থান ১৮ নম্বরে, রেটিং পয়েন্ট ৫৭৮।

ব্যাটসম্যান মিরাজ এগিয়েছেন দুই ধাপ। ৪৭৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৬৩ নম্বরে। আর অলরাউন্ডারের তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে তার। ২৭৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন চার নম্বরে।

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, ওয়ানডেতে বোলারদের তালিকায় প্রথমবার সেরা ১০০-তে ঢুকেছেন রিশাদ। দিয়েছেন ক্যারিয়ার সেরা লাফ। ৬৫ ধাপ এগিয়ে রিশাদের অবস্থান এখন ৬৮তম। রেটিং পয়েন্ট ৪৩০। র‌্যাঙ্কিং ও রেটিং, দুটোই রিশাদের ক্যারিয়ার সেরা।

র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরেক বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদেরও। ১৬ ধাপ এগিয়ে তিনি এখন ৭১ নম্বরে। নাসুমের রেটিং পয়েন্ট ৪২৮। এগিয়েছে স্পিনার তানভীর ইসলামও। দুই ধাপ এগিয়ে ৯৬ নম্বরে আছেন তানভীর, রেটিং পয়েন্ট ৩৮২। পেসার মুস্তাফিজুর রহমানের অবস্থান অপরিবর্তিত আছে। ৪৭২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৫৬ নম্বরে। উইন্ডিজ সিরিজের দলে থাকা পেসার তাসকিন আহমেদ পিছিয়েছেন চার ধাপ।

ওয়ানডের ব্যাটিংয়ে বাংলাদেশিদের মধ্যে এগিয়ে আছেন তাওহিদ হৃদয়। সাত ধাপ এগিয়ে তিনি এখন ৩৫ নম্বরে, রেটিং পয়েন্ট ৫৬২। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে হৃদয় সবার ওপরে। আগের মতোই ৪৩ নম্বরে আছে নাজমুল হোসেন শান্ত। তালিকায় পাঁচজনকে পেছনে ঠেলে দিয়েছেন সৌম্য সরকার। তিনি আছেন ৮৬ নম্বরে। যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।