করাপশন টক
রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে তরুণদের মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হবে : শারমীন এস মুরশিদ

editor
নভেম্বর ১৯, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে তরুণদের মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই সঙ্গে তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধে যে বয়সের ছেলে-মেয়েদের দেখেছিলাম, ২৪-এর যুদ্ধে আবার সেই তরুণদের রাস্তায় খুব কাছে থেকে তোমাদের পাশে থেকে দেখলাম।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ-এর আয়োজনে ‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’ শিরোনামে আন্তঃকলেজ বিতর্ক উৎসব, ২০২৫-এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের ভেতরে যে স্পৃহা, এনার্জি, যে শক্তি আমি দেখেছি, নতুন করে দেশটাকে গড়তে তোমরা সেই সাহসিকতাকে কাজে লাগাবে। আমি চাই সেই বাংলাদেশ গড়ে উঠুক।’

উপদেষ্টা আরও বলেন, ‘সারা পৃথিবী বলবে, বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে নারী ও শিশুরা নিরাপদ।’

তিনি নতুন দেশে নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের কাছে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

শারমীন এস মুরশিদ বলেন, ‘ন্যায্যতা, সাম্য, সুশাসন—একটি রাষ্ট্রের গণতন্ত্রের স্বপ্নগুলো নিয়েই সেদিন শুরু হয়েছিল। কিন্তু আমরা গণতন্ত্রের শিকড় গড়ে তুলতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা ১৬ বছর পথ হারিয়ে ফেলেছি। চলতে চলতে ভ্রান্ত পথে চলে গেছি, দেশে অত্যাচারের পাহাড় গড়ে উঠেছে। স্বৈরতন্ত্রের আবির্ভাব এবং তার চরম বিকাশ দেখেছি। যার ফলে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো ২৪-এর জুলাই যুদ্ধে জেগে উঠল নতুন করে সেই প্রজন্ম, তরুণ প্রজন্ম। আমি আবার সেই তরুণ ছেলেমেয়েদেরকে দেখতে পেলাম।’

উপদেষ্টা আরও বলেন, ‘নতুন করে বাংলাদেশ গড়ার সুযোগ দ্বিতীয়বার আমরা পেতে পারি, তা ছিল কল্পনার অতীত। ২০২৪-এর জুলাই যুদ্ধে তোমরা যে ঐক্য সৃষ্টি করেছিলে, সেটা ভেঙে যেতে দেওয়া হবে না। মতাদর্শের ভিন্নতায় দেশকে ভেঙে দেওয়া যাবে না। সকলকে ভালোবেসে এক জায়গায় দাঁড়াতে হবে।’

শেষে উপদেষ্টা দেশ গড়ার শপথ বাক্য পাঠ করান।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।