করাপশন টক
রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমকর্মীরা দুর্নীতির বিরুদ্ধে মূল হুইসেল ব্লোয়ার : দুদক চেয়ারম্যান

editor
নভেম্বর ২৩, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতি দমন কমিশন (দুদক)’র চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, গণমাধ্যমকর্মীরা দুর্নীতির বিরুদ্ধে মূল হুইসেল ব্লোয়ার। আমরা অনেক দুর্নীতির খবর গণমাধ্যম থেকে জানতে পারি। সাংবাদিকরা সচেতন থাকলে সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে যেকোনো ধরনের দুর্নীতি কমে আসবে। তিনি আজ রবিবার (২৩ নভেম্বর) সিলেটের আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, দুর্নীতিকে আমরা নিয়ম বানিয়ে অভ্যস্ত হয়ে পড়ছি। দুর্নীতিকে নিয়ম মনে করার এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এখন আমাদের ছেলে-মেয়েরা সচেতন। তারা কোন একদিন বাড়তি আয় সম্পর্কে প্রশ্ন করলে জবার দেওয়ার সুযোগ থাকবে না। আমরা কেউই নিজ সন্তানের কাছে মাথা নিচু করে থাকতে চাই না।

নির্বাচনী হলফনামায় সম্পদ বিবরণী কারচুপির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অসৎ লোক নির্বাচন করতে চাই না। অসৎ লোকই কেবল হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে থাকে। সৎ লোক নির্বাচিত করলে অনিয়ম, দুর্নীতি অনেকাংশে কমে আসবে। এসময় তিনি শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দুদক স্বাধীনভাবে কাজ করতে পারছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বা আমার কমিশনের উপর কারও চাপ নেই। আমরা চাপমুক্তভাবে কাজ করছি। দুর্নীতিগ্রস্থ ব্যক্তি যে দল বা মতাদর্শেরই হোক না কেন দুদকের শিডিউল অনুযায়ী অভিযুক্ত হলেই তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে দুদক এর কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম, মহাপরিচালক মোঃ আকতার হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।