তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৬ নভেম্বর (বুধবার) ২০২৫ তারিখে জনাব ফারাহ ফাতেহা তাকমিলা, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোনাল বিক্রয় অফিস -নারায়ণগঞ্জ আওতাধীন কাঠপট্টি, জালকুড়ি পশ্চিম পাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, জালকুড়ি ডাইং কারখানা নামক প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ ২” ব্যাসের প্রায় ৮০ ফুট লাইন পাইপ, হোজ পাইপ প্রায় ২০ ফুট ও বয়লার রেগুলেটর ০১টি জব্দ/অপসারণ করা হয়েছে। উক্ত অভিযানে মালিক পক্ষকে ম্যাজিস্ট্রেট মহোদয় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে। এতে মাসিক ২০,৯৯,১৬০/- ( বিশ লক্ষ নিরানব্বই হাজার এক শত ) টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে।
একই দিনে, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ -আশুলিয়া আওতাধীন চক্রবর্তীটেক, বেক্সিমকোর গলি, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ২০০ ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্নসহ ৩/৪ ইঞ্চি ডায়া ৩০০ ফুট পাইপ জব্দ/অপসারণ করা হয়েছে। এছাড়াও এ জে সুপার গার্মেন্টস এর গ্যাস সংযোগ বকেয়াজনিত কারণে বিচ্ছিন্ন করা হয়েছে। এতে মাসিক ২,১৬,০০০/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে।
এছাড়া, জনাব খন্দকার শমিত রাজা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ, জোনাল বিক্রয় অফিস -রূপগঞ্জ আওতাধীন ডহরগাও ও বানিয়াদি, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার ৫টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ১.৫ কিলোমিটার এলাকার ১৬২টি বাড়ির ২২৫টি চুলা ও ধানসিঁড়ি রেস্টুরেন্ট এন্ড সুইটস -১, ধানসিঁড়ি রেস্টুরেন্ট এন্ড সুইটস -২ নামক প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ বিভিন্ন ব্যাসের প্রায় ২৩০ ফুট লাইন পাইপ ও ০৮টি রাইজার জব্দ/অপসারণ করা হয়েছে। উক্ত অভিযানে হোটেল মালিকে ১০০,০০০/- টাকা জরিমানা ও ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।
এছাড়াও, জনাব মিল্টন রায়, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২ এর আওতাধীন জিনজিরা শাখা আওতাধীন জিনজিরা শাখায় কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, মা ওয়াশিং প্ল্যান্ট (প্যাড অনুযায়ী) ও তারের কারখানা (নামবিহীন) নামক প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ বিভিন্ন ব্যাসের প্রায় ৩/৪” পাইপ- ১৬০ ফুট, পাইপ বার্নার- ০৪ টি, হোস পাইপ – ১০০ ফুট জব্দ/অপসারণ করা হয়েছে। এতে মাসিক ৭,১০,০৪০/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে।
অধিকন্তু, মেসার্স মাম সিএনজি লি. (৭৩২/৮৩২-০০১১১৩), নাওজোড়, কড্ডা, গাজীপুর এর উভয় শ্রেণীতে গ্যাস বিল বকেয়া থাকায় গত ০৫/১১/২০২৫ তারিখে আউটলেট ভালভ বন্ধ করে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। গ্রাহক অদ্যাবধি বকেয়া গ্যাস বিল পরিশোধ না করায় অদ্য ২৬/১১/২০২৫ তারিখে গ্রাহকের উভয় শ্রেণীর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ২০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪৩১টি শিল্প, ৫৪৬টি বাণিজ্যিক ও ৭৬,৬৬১টি আবাসিকসহ মোট ৭৭,৬৩৮টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,৬৬,৬৯৫টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ৩১৭ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
