করাপশন টক
রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, জরিমানা আদায়

editor
নভেম্বর ২৭, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৬ নভেম্বর (বুধবার) ২০২৫ তারিখে জনাব ফারাহ ফাতেহা তাকমিলা, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোনাল বিক্রয় অফিস -নারায়ণগঞ্জ আওতাধীন কাঠপট্টি, জালকুড়ি পশ্চিম পাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, জালকুড়ি ডাইং কারখানা নামক প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ ২” ব্যাসের প্রায় ৮০ ফুট লাইন পাইপ, হোজ পাইপ প্রায় ২০ ফুট ও বয়লার রেগুলেটর ০১টি জব্দ/অপসারণ করা হয়েছে। উক্ত অভিযানে মালিক পক্ষকে ম্যাজিস্ট্রেট মহোদয় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে। এতে মাসিক ২০,৯৯,১৬০/- ( বিশ লক্ষ নিরানব্বই হাজার এক শত ) টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে।

একই দিনে, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ -আশুলিয়া আওতাধীন চক্রবর্তীটেক, বেক্সিমকোর গলি, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ২০০ ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্নসহ ৩/৪ ইঞ্চি ডায়া ৩০০ ফুট পাইপ জব্দ/অপসারণ করা হয়েছে। এছাড়াও এ জে সুপার গার্মেন্টস এর গ্যাস সংযোগ বকেয়াজনিত কারণে বিচ্ছিন্ন করা হয়েছে। এতে মাসিক ২,১৬,০০০/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে।

এছাড়া, জনাব খন্দকার শমিত রাজা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ, জোনাল বিক্রয় অফিস -রূপগঞ্জ আওতাধীন ডহরগাও ও বানিয়াদি, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার ৫টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ১.৫ কিলোমিটার এলাকার ১৬২টি বাড়ির ২২৫টি চুলা ও ধানসিঁড়ি রেস্টুরেন্ট এন্ড সুইটস -১, ধানসিঁড়ি রেস্টুরেন্ট এন্ড সুইটস -২ নামক প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ বিভিন্ন ব্যাসের প্রায় ২৩০ ফুট লাইন পাইপ ও ০৮টি রাইজার জব্দ/অপসারণ করা হয়েছে। উক্ত অভিযানে হোটেল মালিকে ১০০,০০০/- টাকা জরিমানা ও ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।

এছাড়াও, জনাব মিল্টন রায়, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২ এর আওতাধীন জিনজিরা শাখা আওতাধীন জিনজিরা শাখায় কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, মা ওয়াশিং প্ল্যান্ট (প্যাড অনুযায়ী) ও তারের কারখানা (নামবিহীন) নামক প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ বিভিন্ন ব্যাসের প্রায় ৩/৪” পাইপ- ১৬০ ফুট, পাইপ বার্নার- ০৪ টি, হোস পাইপ – ১০০ ফুট জব্দ/অপসারণ করা হয়েছে। এতে মাসিক ৭,১০,০৪০/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে।

অধিকন্তু, মেসার্স মাম সিএনজি লি. (৭৩২/৮৩২-০০১১১৩), নাওজোড়, কড্ডা, গাজীপুর এর উভয় শ্রেণীতে গ্যাস বিল বকেয়া থাকায় গত ০৫/১১/২০২৫ তারিখে আউটলেট ভালভ বন্ধ করে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। গ্রাহক অদ্যাবধি বকেয়া গ্যাস বিল পরিশোধ না করায় অদ্য ২৬/১১/২০২৫ তারিখে গ্রাহকের উভয় শ্রেণীর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ২০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪৩১টি শিল্প, ৫৪৬টি বাণিজ্যিক ও ৭৬,৬৬১টি আবাসিকসহ মোট ৭৭,৬৩৮টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,৬৬,৬৯৫টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ৩১৭ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।