০৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের সাথে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর, লিগ্যাল অ্যাডভাইজার মুস্তাফিজুর রহমান মুকুল ও পিআর এবং মিডিয়া প্রধান জাহিদ হোসাইন।
সাক্ষাৎকালে ফাউন্ডেশনের প্রতিনিধিরা ‘জুলাই বিপ্লবে’ শহীদদের ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সিআইডির বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও ভূমিকার প্রশংসা করেন এবং সিআইডি প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা উল্লেখ করেন, ন্যায়বিচার নিশ্চিতের স্বার্থে সিআইডির পেশাদারত্ব ও নিরলস প্রচেষ্টা শহীদ পরিবারের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এ সময় প্রতিনিধিদল জুলাই বিপ্লবে শহীদ হওয়া সকল গেজেটভুক্ত শহীদের নাম খোদাইকৃত একটি স্মৃতি স্মারক সিআইডি প্রধানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। পাশাপাশি তারা সিআইডি প্রধানকে “মাতৃভূমি অথবা মৃত্যু” লেখা একটি উত্তরীয়ও পরিয়ে দেন।
সৌজন্য এ বৈঠকে সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
