করাপশন টক
রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ১ম ডিভিশন ক্রিকেট লিগে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের দাপুটে সূচনা

editor
ডিসেম্বর ১৪, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

আজ ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫-২৬ এ বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের দুর্দান্ত জয়ে শুভসূচনা উপলক্ষে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম এবং সভাপতি, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব। তিনি দলের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সামগ্রিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ক্রিকেটে এ ধরনের জয় বাংলাদেশ পুলিশের ক্রীড়া উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব (বিপিসিসি) ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে ৮ উইকেটে পরাজিত করে দূরন্ত সূচনা করেছে।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ৩৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা বড় ইনিংস গড়তে ব্যর্থ হন।

বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের পক্ষে পেসার আবদুল্লাহ হিল গালিব ছিলেন সবচেয়ে সফল বোলার। তিনি ১০ ওভারে ৩৮ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এছাড়া সালাম ২টি, স্বজন ২টি, অংকন ১টি এবং শাহাদাত বাবু ১টি উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব শুরু থেকেই নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী ব্যাটিং নৈপুন্য প্রদর্শন করে। মাত্র ২১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে নেয় দলটি। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান মীম মোসাদ্দেক, যিনি ৫৮ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন। তাকে ভালোভাবে সঙ্গ দেন কনক (৩২ রান) ও মামুন (২২ রান)। ফলে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব ৮ উইকেটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।

নিজের অসাধারণ বোলিং পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আবদুল্লাহ হিল গালিব ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন।

উল্লেখ্য যে, এর আগে সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে একই ভেন্যুতে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫–২৬ এর উদ্বোধনী ঘোষণা করা হয়। এবারের আসরে মোট ১২টি দল অংশগ্রহণ করছে।

বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের (বিপিসি) দাপুটে সূচনার জন্য সকল খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সিআইডি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন। এই জয় লিগে তাদের অবস্থান আরও সুদৃঢ় করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।