করাপশন টক
রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হামলা বা ভাঙচুর নয়, ওসমান হাদি সাংস্কৃতিক জাগরণ চেয়েছিলেন বলে মন্তব্য এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

editor
ডিসেম্বর ১৯, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

হামলা বা ভাঙচুর নয়, ওসমান হাদি সাংস্কৃতিক জাগরণ চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, ওসমান হাদি চেয়েছিলেন বিকল্প প্রতিষ্ঠান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। যে কোনো মূল্যে বিচার, সংস্কার ও নির্বাচনের গণতান্ত্রিক পথে দেশকে রাখতে হবে বলেও জানান এনসিপির এই নেতা।

ফেসবুক পোস্টে সারোয়ার তুষার বলেন, হাদির লাশ দেশে আসার আগেই যারা হাদির সাথে বেঈমানি করে দেশে একটা নৈরাজ্যের দাবানল ছড়িয়ে দিতে চাচ্ছে, তাদের অন্তর্ঘাতমূলক তৎপরতার বিরুদ্ধে আমাদের থাকতে হবে। হামলা, ভাঙচুর নয়; হাদি চেয়েছিলেন সাংস্কৃতিক জাগরণ। বিকল্প প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, গোটা দেশ যখন হাদির শোকে মুহ্যমান, তখন যারা পেছন থেকে এই স্যাবোটেজ করলেন, তারা দেশকে গভীর সংকটে ঠেলে দিতে চাচ্ছেন।

যে কোনো মূল্যে বিচার, সংস্কার ও নির্বাচনের গণতান্ত্রিক পথে দেশকে রাখতে হবে। আমরা ভুলে যাব না হাদি নির্বাচন করতে চেয়েছিলেন। সরকারের মধ্যে ভেতরের কালসাপগুলা সুযোগ পেলেই ছোবল মারছে বলেও মন্তব্য করেন সারোয়ার তুষার।

গতকাল রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে উঠে রাজধানী ঢাকা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য যে, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে আহত হন। গুলিটি তার মাথায় লাগে। ঢাকা এবং পরে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা এখন এক উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।