করাপশন টক
রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর যৌথ অভিযানে দক্ষিণ কল্যাণপুর, দারুসসালাম এলাকা হতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিদেশী মদ উদ্ধার

editor
ডিসেম্বর ২০, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৫ (শনিবার): আজ শনিবার ভোররাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযান দল ইষ্টার্ণ হাউজিং-২, দক্ষিণ কল্যাণপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মোঃ নাসির উদ্দিন (৬৫) নামের ০১ জন আসামীকে ০১ টি .২২ রাইফেল, ০২ টি বিদেশী পিস্তল এবং বোতল বিদেশী মদসহ বিভিন্ন সরঞ্জামাদি আটক করে।

পরবর্তীতে, আটককৃত আসামীকে উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক এবং বিভিন্ন সরঞ্জামাদিসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পাদনের নিমিত্তে দারুসসালাম থানার পুলিশ প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।