বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো খেলতে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল। তার ব্যাটে ভর করেই রেকর্ড রান করেছে নোয়াখালী এক্সপ্রেস।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৮৪ রান করে নোয়াখালী। বিপিএলের ইতিহাসে এটিই তাদের দলীয় সর্বোচ্চ।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবার বাবা-ছেলেকে একাদশে দেখলো ক্রিকেটবিশ্ব। বিপিএলে অভিষেক ম্যাচে বাবা মোহাম্মদ নবীর হাত থেকেই ক্যাপটা তুলে নেন হাসান ইসাখিল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হায়দার আলী। সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন ইসাখিল। এই দুই ব্যাটসম্যান মিলে দলকে দারুণ সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে আসে ১০১ রান। মাত্র ২৫ বলে ৪৮ রান করে আউট হন সৌম্য।
ব্যাট করতে নেমে ছেলে ইসাখিলের সঙ্গে ৫৩ রানের জুটি গেড়ন মোহাম্মদ নবী। ১৩ বলে ১৭ রান করে আউট হন নবী।
ফিফটি পূর্ণ করে সেঞ্চুরির পথেই ছিলেন হাসান ইসাখিল। কিন্তু ৮ রানের আক্ষেপ নিয়ে তাকে মাঠ ছাড়তে হয়। ৬০ বলে সাতটি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৯২ রান করে আউট হন ইসাখিল।
