আজ ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিঃ, বৃহস্পতিবার, আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর নির্বাহী কমিটির এক সভা দামপাড়াস্থ পুলিশ লাইন্স, সিএমপি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর সভাপতি জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়। সভার শুরুতে আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর নির্বাহী সদস্য ও টেকনিক্যাল উপ-কমিটির চেয়ারম্যান মরহুম প্রকৌশলী মোহাম্মদ আসাদ উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রস্তাব গৃহীত হয়। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং মানবিক সেবামূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংস্থার বহুতল ভবন নির্মাণ প্রকল্প এবং চট্টগ্রামে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন—এম এ মালেক, সিনিয়র সহ-সভাপতি ও সম্পাদক, দৈনিক আজাদী; সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); জনাব মোহাম্মদ ইউসুফ সর্দার, সহ-সভাপতি; অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক; জনাব নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ; জনাব মোরশেদুল আলম কাদেরী, সহ-সাধারণ সম্পাদক; কাজী মোঃ আশেকে এলাহী সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
