করাপশন টক
সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উদ্দেশ্য মহৎ হলে, লক্ষ্য অর্জন সম্ভব -বিউবো চেয়ারম্যান

editor
জানুয়ারি ১৯, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সংগঠন এগিয়ে যাওয়ার পূর্বশর্ত হলো মহৎ উদ্দেশ্যে অবিচল থাকা। কোনো পরিস্থিতিই যেন সংগঠনকে বিভ্রান্ত না করে। তবেই একটি সংগঠন সঠিকভাবে পরিচালিত হয়। মোটকথা, উদ্দেশ্য মহৎ হলেই কেবল লক্ষ্য অর্জন সম্ভব।

আজ সোমবার বিদ্যুৎ ভবনের ‍মুক্তি হলে আয়োজিত‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মোঃ রেজাউল করিম। তিনি বলেন, একটি সংগঠন একটি প্রতিষ্ঠানের ধারক ও বাহকের ভূমিকা পালন করে। ব্যক্তিগত উন্নয়ন এবং জ্ঞান ও গরিমা সংগঠনকে তরান্বিত করে। ব্যক্তিগত স্বার্থ সেটাকে আবার পিছিয়ে দেয়। তবে অন্যের সঙ্গে সুস্থ্য প্রক্রিয়ায় অগ্রগামী থাকার মনোভাব সংগঠনকে আইকনিক হিসেবে গড়ে তোলে।

বিউবো চেয়ারম্যান আরো বলেন, আমরা যে অবস্থায় বিউবো’তে যোগদান করেছি, বর্তমানে বিউবো তার চেয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে। ভবিষ্যতে আরো ভালো অবস্থানে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’ এর নবযাত্রাকে বিউবো চেয়ারম্যান স্বাগতম ও শুভকামনা জানান।

বিশেষ অতিথি সদস্য উৎপাদন প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম বলেন, ব্যবসায়িক অথবা ব্যক্তিগত স্বার্থের কারণে একটি সংগঠন নষ্ট হয়ে যায়। আমি দীর্ঘদিন হতে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে তা প্রত্যক্ষ করেছি। সুতরাং, আমাদের দাবী-দাওয়াগুলো যৌক্তিক হওয়া উচিত। সেজন্য প্রকৌশলীদের আরো অধ্যবসায়ী এবং পরিশ্রমী হতে হবে।

বিশেষ অতিথি সদস্য কোম্পানি অ্যাফেয়ার্স প্রকৌশলী আ. ন. ম. ওবায়দুল্লাহ বলেন, বিউবো বহুবছরের পুরনো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমার চাকুরি জীবনও দীর্ঘদিনের। জীবনে অনেক প্রতিশ্রুতিশীল অ্যাসোশিয়েশনকে যোগ্যতার অভাবে হারিয়ে যেতে দেখেছি। যদিও এ সংগঠনগুলো আরো সুদূরপ্রসারী হতে পারতো। সংগঠন সক্রিয় থাকলে সংস্থার কথা বলার একটি যথাযথ প্ল্যাটফর্ম থাকে।

বিশেষ অতিথি সদস্য বিতরণ প্রকৌশলী মোঃ আঃ বাছিদ বলেন, ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর’ আত্মপ্রকাশের মাধ্যমে আজ থেকে বিউবো’র পেশাগত সুরক্ষা এবং অধিকার নিয়ে কথা বলার অনন্য একটি প্ল্যাটফর্ম তৈরি হলো।

অনুষ্ঠানের সভাপতি বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, বিদ্যুৎ খাতের ভুল নীতিসমূহ তুলে ধরার জন্য ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন” এর কোনো বিকল্প নাই। তিনি বলেন, যারা বিউবো’কে ধারণ করবে, শুধুমাত্র ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’ এর ভবিষ্যৎ নেতৃত্ব তাদের হাতেই থাকবে।

স্বাগত বক্তব্যে পরিচালক আইপিপি সেল-২ এবং বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন গঠনতন্ত্র কমিটির সদস্য সচিব প্রকৌশলী এ কে এম মহিউদ্দিন আজমী বলেন, ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’ নির্দলীয়, নিরপেক্ষ এবং সার্বজনীন সংস্থা হিসেবে বিউবো’র স্বার্থ নিয়ে কাজ করবে।

এসময় বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মহাসচিব প্রকৌশলী মো. শাহেদুল আজিম সজল, মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপ-পরিচালক (নিঃপ্রঃ) ডিজাইন-২ প্রকৌঃ মোঃ সাহেদুর রহমান সুমন, নির্বাহী প্রকৌঃ এস. এম. সানজাদ লুমেন এবং বিউবো’র বিভিন্ন ব্যাচের প্রকৌশলীগণ বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’ এর’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মোঃ আসলাম উদ্দীন-কে আহবায়ক, পরিচালক আইপিপি সেল-২ প্রকৌশলী এ কে এম মহিউদ্দিন আজমী-কে সদস্য সচিব, নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুর রহমান-কে কোষাধক্ষ করে এবং নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ-কে দপ্তর সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।