২১ ও ২২ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে সিআইডি সদর দপ্তরে দুই দিনব্যাপী ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।
এতে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। সভায় সভাপতিত্ব করেন সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম।
সভায় সিআইডির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের মাঝে কৃতিত্বপূর্ণ ও সাহসী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। এসময়কালের উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে—�🔹 রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪টি মৃতদেহ উত্তোলনের মাধ্যমে চব্বিশের গণঅভ্যুত্থানের অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তকরণ কার্যক্রম;
🔹 অজ্ঞাত অনলাইন প্রতারক শনাক্ত ও গ্রেফতার;�🔹 আমদানি নিষিদ্ধ পপি বীজ আমদানি চক্র শনাক্তপূর্বক অভিযোগপত্র দাখিল;�🔹 পুলিশকে ছুরিকাঘাতকারীকে দ্রুততম সময়ে গ্রেফতার; ও�🔹 ডিএনএ অ্যানালাইসিসের মাধ্যমে রূপনগর থানাধীন অগ্নিকাণ্ডে দগ্ধ ১৭ জন শ্রমিকের পরিচয় শনাক্তকরণ প্রভৃতি। �
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ:�ক্রাইমসিন শাখার অতিরিক্ত এসএসপি সাথী রানী শর্মা, এএসপি মাহবুবুল আলম, ও এএসপি মুরতজা কবির;�লজিস্টিকস (প্রকিউরমেন্ট) শাখার এএসপি সজিব ত্রিপুরা;�ফাইন্যান্সিয়াল ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. ছায়েদুর রহমান, পুলিশ পরিদর্শক মো. আশরাফুল ইসলাম, পিপিএম;�ঢাকা মেট্রো পূর্ব শাখার পুলিশ পরিদর্শক এ.কে.এম. মনিরুল হক;�চট্টগ্রাম মেট্রো ও জেলা শাখার পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন রাসেল;�এলআইসি শাখার পুলিশ পরিদর্শক মো. আরিফ হোসাইন ও এসআই (নিঃ) মো. আব্দুল্লাহ আল মামুন;�সেন্ট্রাল ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. কাওসার আলী;�ঢাকা জেলা শাখার এসআই (নিঃ) মোস্তাক আহম্মেদ। নওগাঁ জেলা শাখার এসআই (নিঃ) মো. তোজাম্মেল হক ও এসআই (নিঃ) মো. মোকবুল হোসেন নান্নু;�সিপিসি শাখার এসআই (নিঃ) আল-হাদী রবিন ও এসআই (নিঃ) মো. আল ইমাম;�এবং ফরেনসিক ডিএনএ ল্যাব ও ক্রাইমসিন ইউনিট শাখার এসআই (নিঃ) দীপঙ্কর দত্ত।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।
