করাপশন টক
শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেলেনেস্কির সঙ্গে বৈঠকের পর পুতিনকে ‘যুদ্ধ শেষ করার’ স্পষ্ট বার্তা দিয়েছেন ট্রাম্প, খবর রয়টার্সের

editor
জানুয়ারি ২২, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

সুইজারল্যান্ডের ডাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর রাশিয়াকে বার্তা পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধ শেষ করার’ স্পষ্ট বার্তা দিয়েছেন। খবর রয়টার্সের

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডাভোসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ট্রাম্প। তবে জেলেনস্কির সঙ্গে বৈঠক কতটা ফলপ্রসু হয়েছে, তা নিশ্চিত করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠককে ‘ভালো’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প ও জেলেনস্কির এটি ছিল প্রায় ষষ্ঠ সরাসরি সাক্ষাৎ। মার্কিন প্রেসিডেন্ট বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান এবং মার্কিন দূতরা বৃহস্পতিবারই মস্কোতে আলোচনায় যাচ্ছেন।

এসময় তার কাছে জানতে চাওয়া হয়, পুতিনের উদ্দেশে নিজের বার্তা কী—জবাবে ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ হতে হবে।

গত বুধবার ট্রাম্প দাবি করেছিলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি সমঝোতা ‘যথেষ্ট কাছাকাছি’ অবস্থায় রয়েছে। তবে বাস্তবে এখনো মস্কো যুদ্ধবন্ধে আগ্রহী—এমন স্পষ্ট ইঙ্গিত মেলেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা এবং যুদ্ধোত্তর পুনর্গঠনের অর্থায়ন নিয়ে ট্রাম্পের সঙ্গে চুক্তি সইয়ের সুযোগ থাকলেই তিনি ডাভোসে আসবেন। বৈঠকের পর এমন কোনো বড় অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি।

ট্রাম্প গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইউক্রেন নীতি আমূল বদলে দেন। রাশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করেন।

ইউক্রেনে চলমান রুশ বিমান হামলায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও তাপ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই সংকটের মধ্যেই জেলেনস্কি ডাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে একটি বক্তব্য দেওয়ার কথা ছিল বলে জানান তার মুখপাত্র।

তবে ইউক্রেন বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক অধিবেশনে বলেন, ‘যদি উভয় পক্ষ সমাধান চায়, তাহলে আমরা অবশ্যই সমাধানে পৌঁছাতে পারব। আমি মনে করি, আমরা অনেক অগ্রগতি করেছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।