করাপশন টক
শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২০২৬ সালের জাতীয় সংসদ হবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ : সারজিস আলম

editor
জানুয়ারি ২৪, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ সালের জাতীয় সংসদ হবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম।

শুক্রবার পঞ্চগড় চিনিকল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন। এ জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সারজিস আলম বলেন, এই নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশ ২০২৬ সাল থেকে পেছনের দিকে ফিরবে, নাকি অভ্যুত্থানের চেতনা নিয়ে এগিয়ে যাবে। ২০২৪ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথে একটি ধাপ অতিক্রম করা হয়েছে। একই সঙ্গে আমাদের এই সংগ্রাম ২০২৪ সালের লড়াইকে স্বয়ংসম্পূর্ণ করার লড়াই।

দিনের বেলায় মাদকের বিরুদ্ধে কথা বলে রাতের আঁধারে মাদক ব্যবসা থেকে সুবিধা নেওয়া ব্যক্তিদের বয়কটের আহ্বান জানান এনসিপির এই নেতা।

সারজিস আরও বলেন, এই লড়াই চাঁদাবাজদের বিরুদ্ধে চলবে কি না, দখলদারদের বিরুদ্ধে চলবে কি না, মিথ্যা মামলার বাণিজ্য যারা করছে, তাদের বিরুদ্ধে চলবে কি না সব কিছু নির্ধারণ হবে এই নির্বাচনের মাধ্যমে। যারা মানুষকে হুমকি দেয়, হয়রানি করে, তাদের বয়কট করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে অল্প সময় জনদরদি সেজে থাকার পর জনগণের কাছ থেকে উধাও হয়ে যাওয়া রাজনীতিবিদদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

তিনি বলেন, মহান আল্লাহতায়ালা স্বাধীনতার পর এই প্রথমবার এমন একটি সুযোগ দিয়েছেন। আগামী ৫০ বছরেও এমন সুযোগ আসবে কি না তা অনিশ্চিত। আমরা যেন এই আমানতের খেয়ানত না করি।

সারজিস আলম বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া- দেশের এক লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটারজুড়ে একটাই ধ্বনি উঠবে ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।