করাপশন টক
সোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যদি ভোট ডাকাতি করতে আসে তাহলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

editor
জানুয়ারি ২৫, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রশাসনের সামনেও যদি ভোট ডাকাতি করতে আসে তাহলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

সোমবার (২৫ জানুয়ারি) বিকালে কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামে নির্বাচনি পদযাত্রা এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনে যেন ব্যাংক ডাকাতির মতো ভোট ডাকাতি করতে না পারে সে বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। নির্বাচনের দিন রেজাল্ট ঘোষণা পর্যন্ত সবাইকে ঐক্য থাকতে হবে এবং রেজাল্ট নিয়ে আমাদের ফিরতে হবে।

আগামী নির্বাচনে জালভোট ঠেকাতে সবার উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, এবার খেয়াল রাখতে হবে যেন মৃত মানুষগুলো কষ্ট করে ভোট দিতে আসতে না হয়। আগের নির্বাচনগুলোতে অনেক কষ্ট করে এসে ভোট দিতে হতো।

নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সন্তান, নির্বাচনে দাঁড়াইছি আপনারা আমার জন্য কাজ করবেন। যদি আমাকে সন্তান মনে করেন তাহলে প্রতিদিন কমপক্ষে দশটা ভোট কালেকশন করবেন। শাপলা কলির বিজয়ের জন্য আপনাদের ভোট ও দোয়া চাই।

নির্বাচনী পদযাত্রায় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, খেলাফত মজলিসের প্রার্থী মো. মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, এনসিপির দেবিদ্বার উপজেলা যুগ্ম সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদ, পৌর জামায়াতের আমির ফেরদৌস আহম্মেদ, সহকারী সেক্রেটারি মো. জাকির হোসেন প্রমুখ।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।