করাপশন টক
মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও জ্ঞানী প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল

editor
জানুয়ারি ২৬, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

আজ সোমবার ২৬ জানুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ইনসাফ মঞ্চের উদ্যোগে জনগণের ন্যায়বিচার, মৌলিক-মানবাধিকার, নিরাপত্তা, কর্মসংস্থান, বাক স্বাধীনতা, সামাজিক ও রাজনৈতিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নিবন্ধিত, অনিবন্ধিত দল ও স্বতন্ত্র এমপি প্রার্থীদের নিয়ে একটি জাতীয় নির্বাচনকালীন ঐক্য-২০২৬ ইনসাফ মঞ্চ এর আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল -আহ্বায়ক, ইনসাফ মঞ্চ ও চেয়ারম্যান, জনতার দল, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিএলডিপি’র চেয়ারম্যান সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সংগঠনের প্রথম যুগ্ম আহ্বায়ক ও গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার, সংগঠনের প্রধান সমন্বয়কারী ও সদস্য সচিব, সম্মিলিত গণতান্ত্রিক দলের চেয়ারম্যান গাজী মোস্তাফিজুর রহমান, সংগঠনের মুখপাত্র ও জনতার দলের প্রধান সমন্বয়কারী ডেলএইচ খান, সংগঠনের উপদেষ্টা ও জনতার দলের মহাসচিব মোঃ আযম খান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোমেনা খাতুন। এছাড়াও সংগঠনের শরীক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এমপি প্রার্থীরা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।