সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্যই গণভোট। গোলাপি ব্যালেটে ‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্র সংস্কার হবে এবং দেশ এগিয়ে যাবে। আর ‘না’ ভোট দিলে দেশে আবারও ফ্যাসিবাদী ব্যবস্থার প্রচলন ঘটবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ বেতার, সিলেট আয়োজিত ‘গণভোট ও নির্বাচন: বাংলাদেশ বেতার’ শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।
প্রধান অতিথি বলেন, প্রত্যেক ভোটারের ভোট প্রদান করা একটি সাংবিধানিক অধিকার। গত ১৬ বছরে দেশ, গণতন্ত্র, জনগণ ও আইনের শাসন যে অবস্থায় ছিল- তা পর্যালোচনা করেই ৩৬ পাতার ঐতিহাসিক জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাই সনদের একটি সংক্ষিপ্ত রূপ গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি পয়েন্ট আকারে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, দেশের চাবি এখন জনগণের হাতে। আপনি যদি ‘না’ অপশনে যান, তাহলে কিছুই পাবেন না। আর যদি ‘হ্যাঁ’ ভোটের অপশনে যান, তাহলে সবকিছুই পাবেন। দেশকে উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় এগিয়ে নিতে হলে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।
বিভাগীয় কমিশনার আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম ম্যান্ডেট ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা এ দেশকে পুনর্গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকারকে দিয়ে গেছেন। জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে গণভোটে ইতিবাচক ফলাফলের কোনো বিকল্প নেই। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নির্বাচন কমিশন গঠনে এক ব্যক্তির স্বেচ্ছাচারিতা বন্ধ, ব্যক্তিগত প্রয়োজনে সংবিধান সংশোধন বন্ধ, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং নিজের মৌলিক অধিকার আদায়ে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়- এসব নিশ্চিত করতে হলে গণভোটের গোলাপি ব্যালেটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সরকার এই নির্বাচন উৎসব সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো মহল ভয়ভীতি প্রদর্শন কিংবা গুজব ছড়িয়ে জনগণকে ভোট প্রদান থেকে বিরত রাখতে পারবে না। তিনি আশা প্রকাশ করেন, সাধারণ জনগণ নির্বিঘ্নে ভোট প্রদান করে দেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা করবে।
অনুষ্ঠানে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোঃ তারিক। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ বেতার সিলেটের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের শিল্পীবৃন্দ গণভোট ও নির্বাচন নিয়ে সংগীত পরিবেশন করেন।
