করাপশন টক
সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাদুকাটা নদী তীরবর্তী ফেরিঘাট এলাকায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান: বিপুল পরিমাণ পাথর জব্দ

editor
অক্টোবর ১৬, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

অবৈধভাবে খনিজ সম্পদ আহরণ বন্ধের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকার জাদুকাটা নদী তীরবর্তী ফেরিঘাট অঞ্চলে ১৬ অক্টোবর ২০২৫ তারিখে
একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। অভিযানে নদী ও এর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়, যার পরিমাণ ৬৬৮.৪৭ ঘনফুট।

মোবাইল কোর্ট পরিচালনার সময় তাহিরপুর থানার পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অভিযান কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করেন। যদিও অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করা সম্ভব হয়েছে, তবে অভিযান চলাকালীন ঘটনাস্থলে পাথর উত্তোলনের সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। ফলস্বরূপ, মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে, জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জব্দকৃত ৬৬৮.৪৭ ঘনফুট পাথর বর্তমানে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। সরকারি সম্পদ হিসেবে এই পাথর দ্রুততম সময়ের মধ্যে নিলামের মাধ্যমে নিষ্পত্তি করার লক্ষ্যে নিলাম সংক্রান্ত আদেশ ও প্রয়োজনীয় কাগজপত্র মহাপরিচালক, বিএমডি (খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো) বরাবর প্রেরণ করা হয়েছে, যাতে দ্রুততম সময়ে নিলামের মাধ্যমে জব্দকৃত পাথর বিক্রয় করে সরকারি কোষাগারে এর মূল্য জমা করা যায়।

প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে এবং অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলন বন্ধে সরকারের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধভাবে খনিজ সম্পদ আহরণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরকারি সম্পদ রক্ষায় কর্তৃপক্ষ দৃঢ়প্রতিজ্ঞ।পেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।