করাপশন টক
রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৬ টি পার্টনার স্কুলের ১৪১ জন শিক্ষককে সম্মাননা প্রদান করল ব্রিটিশ কাউন্সিল

editor
অক্টোবর ২৭, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

[ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫] ‘ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুলস টিচারস রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানটি ২৬ অক্টোবর ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়েছে। যে সকল স্কুল শিক্ষক ব্রিটিশ কাউন্সিলের বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন তারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অনলাইন ও সরাসরি উপস্থিত থাকার মাধ্যমে দু’ভাবেই শিক্ষকদের বিশেষ শিক্ষা চাহিদা, ভবিষ্যৎ উপযোগী দক্ষতা, আচরণ ব্যবস্থাপনা ও কার্যকর পাঠ পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলগুলোর জন্য পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচির ইতিবাচক প্রভাব এবং শিক্ষকেরা কীভাবে এই উদ্যোগ থেকে উপকৃত হয়েছেন, তা এই অনুষ্ঠানে আলোচনা করা হয়।

এ আয়োজনের উদ্দ্যেশ্য ছিল দেশের ২৬টি ইংরেজি মাধ্যম স্কুলের মোট ১৪১ জন শিক্ষকদের পেশাগত উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার ও অবদানের স্বীকৃতি জানানো। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ঢাকার ১৮টি স্কুল থেকে ১১৫ জন শিক্ষক, চট্টগ্রামের ১৯ জন, এবং সিলেটের ৭ জন শিক্ষক অন্তর্ভুক্ত ছিলেন।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রাইমান তার স্বাগত বক্তব্যে বলেন, “এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, যে বাংলাদেশের একশ’রও বেশি শিক্ষককে এই প্ল্যাটফর্মে আমরা একত্রিত করতে পেরেছি, আর এটি পেশাগত উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিরই প্রমাণ। আমাদের পার্টনার স্কুলগুলোর নিরলস সহযোগিতার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি এই প্ল্যাটফর্মটি আমাদের অংশীদারিত্বের দৃঢ় প্রমাণ। এই অর্জনের জন্য শিক্ষকদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালোভাবে প্রস্তুত করতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করবে।”

অনুষ্ঠানের অন্যান্য অংশের মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্রিটিশ কাউন্সিল দক্ষিণ এশিয়ার ইংলিশ অ্যান্ড এক্সামস বিষয়ক রিজিওনাল বিজনেস ডিরেক্টর (আঞ্চলিক ব্যবসা পরিচালক) তালাল মীর-এর বক্তব্য। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মাস্টার ট্রেইনার সানা শাহিদ বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচির সফলতা উপস্থাপন করেন। এছাড়াও, ব্রিটিশ কাউন্সিল সৌদি আরব (কেএসএ)-এর মাস্টার ট্রেইনার শ্রীদীপ মিত্র ‘শেয়ারড প্র্যাকটিস ইন সৌদি অ্যারাবিয়া’ উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন।

বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী স্কুলশিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয় । এছাড়াও, দুইজন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ব্রিটিশ কাউন্সিলের সাথে তাদের প্রশিক্ষণের অভিজ্ঞতার কথা উপিস্থিত সবার সামনে তুলে ধরেন।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর অব বিজনেস ডেভলপমেন্ট তাহনী ইয়াসমিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম ও ৮ নভেম্বর সিলেটে একই রকম আরও দুটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করবে ব্রিটিশ কাউন্সিল ।

ব্রিটিশ কাউন্সিল:
বিশ্বজুড়েই সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষার সুযোগ নিয়ে কাজ করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল। শিল্প, সংস্কৃতি, ইংরেজি ভাষা ও শিক্ষার মাধ্যমে আমরা যুক্তরাজ্যের জনগণের সাথে অন্যান্য দেশের জনগণের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও আস্থা স্থাপনে কাজ করি। অনলাইনে, ব্রডকাস্ট ও বিভিন্ন প্রকাশনার মাধ্যমে গত বছর আমরা সরাসরি ৮০ মিলিয়ন এবং সর্বোপরি ৭শ’ ৯১ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছি। ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিল রয়্যাল চার্টার ইউকে পাবলিক বডি দ্বারা পরিচালিত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। আমরা ১৫ শতাংশ অনুদান সহায়তা পাই যুক্তরাজ্য সরকার থেকে।
প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।