করাপশন টক
মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন

editor
জানুয়ারি ২৬, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

[ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬]ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি গাজীপুরে অবস্থিত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র শিল্প কারখানা পরিদর্শন করেছেন। অ্যাক্সিলারেটিং অ্যান্ড স্ট্রেন্দেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন(এএসএসইটি)প্রকল্পের আওতায় তারা এ পরিদর্শনে অংশগ্রহন করেন।

এই কারখানা পরিদর্শনে ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের অষ্টম সেমিস্টারের মোট ১৩৯ জন শিক্ষার্থী অংশ নেন।গাজীপুরের জৈনাবাজারে অবস্থিত এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই পরিদর্শনেশিক্ষার্থীরাদেশের বিদ্যুৎ উৎপাদন খাতে আধুনিক উৎপাদন প্রক্রিয়া ও শিল্প কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে ধারণা পান।

পরিদর্শনকালে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র প্রকৌশলীরা শিক্ষার্থীদের উৎপাদনের বিভিন্ন ধাপ ঘুরে দেখান। এ সময় উন্নত উৎপাদন প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদন ও বৈদ্যুতিক যন্ত্রপাতি সংযোজনে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ফলপ্রসূ শেখার পরিবেশ নিশ্চিতকরারলক্ষ্যে এনার্জিপ্যাকের হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট বিভাগ, জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) এবং হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট (এইচএসই) টিমএইপরিদর্শনের আয়োজনকরে।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রোমেকানিক্যাল কোম্পানি হিসেবে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি বাংলাদেশে কারিগরি শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির কাজে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায়দেশেরশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের অভিজ্ঞতা অর্জনের সুযোগতৈরি করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।