মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে, সিলেট নগরীর মিরাবাজার এলাকায় মারা যান তিনি। স্থানীয় কিছু লোকজন দগ্ধ লোকটিকে শনাক্ত করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোড়া দেহ উদ্ধার করে।
নিহত রিকশাচালকের নাম মনসুর মিয়া (৩৬)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মনসুর মিয়া আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গীদের সঙ্গে আওয়ামী লীগের পলাতকদের এই ডিম কাণ্ডের পর আওয়ামী লীগের প্রত্যাবর্তন যে একরকম অনিশ্চিত হয়ে পড়েছে, তাই তিনি হতাশায় এ পথ বেছে নিয়েছেন।
পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন মনসুর।
তবে স্থানীয় কেউ কেউ বলছেন, ‘মনসুর মিয়া একেবারে পাগল ছিলেন আওয়ামী লীগের জন্য। চলতি সময়ে আওয়ামী লীগের ক্রমপতনে তিনি হতাশায় ভোগছিলেন।’
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বর আনুমানিক সাড়ে ৮টায় নগরীর কোতোয়ালি থানাধীন মিরাবাজারে রিজভী মিয়ার গ্যারেজ থেকে রিকশা নিয়ে রিকশাচালক মনসুর একই এলাকার হোটেল জাহানের সামনের গলির ভেতর এসে গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে মারা যান। তার বাড়ি জয়পুরহাট জেলার বড় বানিয়াতুল গ্রামে। বাবার নাম জামিউল ইসলাম।
Maynul Haq Bulbul এর ফেইসবুক থেকে নেওয়া
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।