করাপশন টক
রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নদী ভাঙন ও দূষণ প্রবণ এলাকার মানুষের কথা বিবেচনা করে উন্নয়ন করতে হবে

editor
অক্টোবর ২৯, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবকাঠামো নির্মাণগুলো টেকসই ও ইনোভেটিভ হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের অপরিহার্য ভূমিকা রয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ সমিতি আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের উন্নয়ন দর্শন বদলাতে হবে। প্রাকৃতিক বিষয়গুলোকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে। নদী ভাঙন ও দূষণ প্রবণ এলাকার মানুষের কথা বিবেচনা করে উন্নয়ন করতে হবে। উন্নয়নের সময় পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার আহ্বান জানান তিনি।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।

বাংলাদেশ বিদ্যুত ও পানি প্রকৌশলী সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির মহাসচিব শাহেদুল আজিম সজল। বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্ল্যাহ, প্রকৌশলী ওবায়েদ উল্ল্যাহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।