করাপশন টক
রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ অভিযান: ককটেল ও পেট্রল বোমা তৈরির সরঞ্জাম সহ অপরাধী গ্রেফতার

editor
নভেম্বর ৩, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ৩ নভেম্বর ২০২৫ (সোমবার): গতকাল বিকাল হতে মধ্যরাত পর্যন্ত মোহাম্মদপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ সাজিব(২২) নামক একজন অপরাধী গ্রেফতার করা হয়েছে।

অভিযানে সর্বমোট ১৮টি ককটেল বোমা, ২৩টি পেট্রোল বোমা, ১৪০টি গ্লাস কনটেইনার (পেট্রোল বোমা তৈরির জন্য), ২৫০ গ্রাম গান পাউডার, ৬ প্যাকেট স্প্লিন্টার, ৫ কেজি মার্বেল পাথর স্প্লিন্টার , ৩ কেজি ভাঙা পাথর স্প্লিন্টার এবং ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যেকোন আইন শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।