করাপশন টক
রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, জরিমানা আদায়

editor
নভেম্বর ১০, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ০৯ নভেম্বর (রবিবার) ২০২৫ তারিখে জনাব মিল্টন রায়, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ আওতাধীন নাসিরুদ্দিন সড়ক, দনিয়া, কদমতলী, ঢাকা, মদিনা ট্যাংক গলি, লন্ডন মার্কেট, সানারপাড়, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এলাকার ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আল রাব্বি ওয়াশিং ও ভাই ভাই ওয়াশিং সার্ভিস নামক প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন এবং ২” এমএস পাইপের আনুমানিক ৬০০ মিটার অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের এমএস পাইপ-১৫৫ফুট, বিভিন্ন ব্যাসের প্লাস্টিক পাইপ- ২০০ফুট, বুস্টার -২টি অপসারণ/জব্দ করা হয়েছে। উক্ত অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার কারণে ভাই ভাই ওয়াশিং সার্ভিস নামক প্রতিষ্ঠান থেকে মোট ১,০০০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একই দিনে, জনাব রাশেদ খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিপণন বিভাগ- রুপগঞ্জ, জোবিঅ -আড়াইহাজার আওতাধীন ঝাউগড়া (দক্ষিণপাড়া), নাগেরচর (মুকুন্দি) ও কৃষ্ণপুড়া, আড়াই হাজার, নারায়ণগঞ্জ এলাকার ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ১,২০০টি বাড়ীর ১,৫০০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ৩,১০০ ফুট এমএস পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। উল্লেখ্য যে, নাগেরচর, আড়াইহাজার এলাকায় অবৈধভাবে চুনা কারখানা স্থাপনের লক্ষ্যে ২” ডায়া বিশিষ্ট পাইপ স্থাপন করায় সমস্ত পাইপ টুকরো করত: জব্দ করা হয়েছে।

এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার, জোবিঅ-আশুলিয়া আওতাধীন গোরাট পাকার মাথা, ইউসুফ মার্কেট সংলগ্ন, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ৪৫০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ৯০০ ফুট এমএস পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এতে মাসিক ১১,৫৫,৯৯৬ টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে।

এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ -নারায়ণগঞ্জ কর্তৃক জোবিঅ -ফতুল্লা আওতাধীন এপি নীট কটন ডাইং.( ৩০৬০০০৫৬৭) , রয়া ডাইং (৩০৬০০০৩৮১), এডভ্যান্স ওয়ার্ল্ড লি: ( ৩০৬০০০৫৮৮), শাহানুর ট্রেডার্স (৩০৬০০০৫২৮), কদম রসূল ডাইং এন্ড প্রিন্টিং (৩০৬০০০৩৯৭), আজাদ রিফাত ফাইবার্স লি: (৩০৬০০০৫৩৮) আজাদ রিফাত ফাইবার্স লি: (৮০৬০০০৫৩৮) ঢাকা টেক্সটাইল মিলস (৩০৬০০০১৯৭), স্যামসন উইন্টার ওয়্যার লি: (৩০৬০০০৩১৭) ও মুন ফেব্রিক লি: (৩০৬০০০২৫৪) পরিদর্শন করা হয়েছে কিন্তু উল্লেখযোগ্য কোনো অসঙ্গতি পরিলক্ষিত হয়নি।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ১ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩৯৬টি শিল্প, ৫৩২টি বাণিজ্যিক ও ৭৩,০৯৭টি আবাসিকসহ মোট ৭৪,০২৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,৫৮,১৪৬টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ৩১০.৭ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।