করাপশন টক
রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘরের মাঠেই সিরিজ হারল ভারত

editor
জানুয়ারি ১৮, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ ভারত।

ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজনের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে ভারতীয় ক্রিকেট দল।

রোববার ছিল সিরিজের ‘অঘোষিত ফাইনাল’ ম্যাচ। সিরিজের গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপসের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৩৭ রান করে নিউজিল্যান্ড।

টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে একাই দলকে জয়ের দুয়ারে নিয়ে যান বিরাট কোহলি। সাবেক এই অধিনায়ক ক্যারিয়ারের ৮৫তম সেঞ্চুরি হাঁকান।

নবম ব্যাটসম্যান হিসেবে কোহলি যখন ফেরেন তখন জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২৬ বলে ৪৬ রান। কোহলির পর সেই ওভারেই রান আউট হন কুলদীপ যাদব। তার উইকেট হারানোর মধ্য দিয়ে ৪৬ ওভারে ২৯৬ রানে অলআউট হয় ভারত।

৪১ রানে জয় পায় নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় কিউইরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।