জার্মানির রাজধানী বার্লিনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় জড়িত সন্দেহভাজন চরমপন্থীদের গ্রেফতারে সহায়তা করলে বা তথ্য দিলে ১০ লাখ ইউরো (প্রায় ১২ লাখ মার্কিন ডলার) পুরস্কার দেবে দেশটির সরকার।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট এই ঘোষণা দিয়েছেন। জানুয়ারির শুরুতে সংঘটিত ওই অগ্নিসংযোগের ঘটনায় বার্লিনের পশ্চিমাঞ্চলের প্রায় ৪৫ হাজার বাড়ি ও ২,২০০ ব্যবসা প্রতিষ্ঠান প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন ছিল।
পুলিশ জানিয়েছে, কট্টর বামপন্থি গোষ্ঠী ‘ভুলকানগ্রুপে’ এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি একাধিক অনলাইন বিবৃতির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নাশকতার কথা স্বীকার করে।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ডোব্রিন্ট বলেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে এত বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা প্রয়োজন ছিল।
ওই সময়ে শীতের তীব্রতার কারণে বিদ্যুহীন অঞ্চলে বিপর্যয় নেমে আসে। জনজীবনে মারাত্মক দুর্ভোগ নেমে আসে। এই কারণে ডোব্রিন্ট নাশকতাকারীদের শাস্তি দিতে চান, সরকার এই ধরনের সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।
জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভি জানিয়েছে, ভুলকানগ্রুপে ২০১১ সাল থেকে সক্রিয় এবং বার্লিন ও আশপাশের এলাকায় সংঘটিত একাধিক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এর আগে বার্লিনের কাছেই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কারখানায় চালানো দুটি নাশকতা হামলার দায়ও স্বীকার করেছিল এই গোষ্ঠী।
ডোব্রিন্ট জানান, সন্দেহভাজনদের ধরতে পুলিশ একটি ব্যাপক প্রচার অভিযান চালাবে। এর আওতায় বার্লিনের সাবওয়ে স্টেশনসহ বিভিন্ন জনসমাগমপূর্ণ স্থানে পোস্টার ও লিফলেট টাঙানো হবে।
