“বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার এর একটি চৌকস আভিযানিক দল ১২ নভেম্বর ২০২৫ সকালে ঢাকা জেলার ধামরাই থানাধীন সোমবাগ ইউপিস্থ গোয়ালদী এলাকায় অভিযান পরিচালনা করে ০২ কেজি ৫৯৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ কেতাবুল ইসলাম (৫০)’কে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা জেলার ধামরাই থানাধীন সোমবাগ ইউপিস্থ গোয়ালদী এলাকায় একটি বাসায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। তৎক্ষণাৎ সিপিসি-২, নবীনগর, সাভার এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় মাদক ব্যবসায়ী মোঃ কেতাবুল ইসলাম (৫০)’কে গ্রেফতার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে আসামির শয়ন কক্ষের খাটের তোষক হতে ০২ কেজি ৫৯৪ গ্রাম হেরোইন উদ্ধার করে যার আনুমানিক মূল্য ২,৫৯,৪০,০০০/- (দুই কোটি ঊনষাট লক্ষ চল্লিশ হাজার) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।
