গত ১২ নভেম্বর দিবাগত রাতে নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে পরিচালিত অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ও নগদ ৬৫,৭০০ টাকা জব্দ করা হয়। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মাদক ও টাকা উদ্ধার করা হয় যা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী শুধু সমুদ্রের সুরক্ষা নয়, বরং মাদক, চোরাচালান, সন্ত্রাস ও অপরাধ দমনে নিরলস ভাবে করে চলেছে। নৌবাহিনীর এধরনের নিয়মিত অভিযান দেশের তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখার পাশাপাশি সমাজে আইন শৃঙ্খলাকে সুদৃঢ় করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
