এস কে দেব লিটন: জলবায়ু পরিবর্তনকে আর কেবল অর্থনৈতিক সমস্যা হিসেবে দেখার ‘সুযোগ নেই’ বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জলবায়ুকে ন্যায্যতাকে ও জবাবদিহির জায়গায় দেখতে চান।
শনিবার ১০ ডিসেম্বর ২০২৫ ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘জলবায়ু ন্যায্যতা’ সমাবেশে প্রাণিসম্পদ উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেছেন, “জলবায়ু পরিবর্তনকে আর কেবল প্রযুক্তিগত বা অর্থনৈতিক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। “জলবায়ু ন্যায্যতা মানে ন্যায়, টিকে থাকা এবং জবাবদিহি।”
জীবাশ্ম জ্বালানির ওপর অব্যাহত নির্ভরতার সমালোচনা করে ফরিদা আখতার বলেন, প্যারিস জলবায়ু চুক্তিসহ বিভিন্ন বৈশ্বিক চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে এখনও বড় ঘাটতি রয়ে গেছে। “গ্লোবাল নর্থ প্রায়ই ন্যায়বিচারের বদলে ঋণ দেয়,” বলেন তিনি।
নারী, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীকে সব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার কথাও বলেছেন উপদেষ্টা।
নাগরিক প্ল্যাটফর্ম ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ আয়োজিত দুই দিনব্যাপী এই সমাবেশে সরকারি প্রতিনিধি, আন্তর্জাতিক জলবায়ু আন্দোলন কর্মী, গবেষক এবং জলবায়ু-ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতিনিধিসহ প্রায় ২ হাজার মানুষ অংশ নিয়েছেন।
সেমিনারে বক্তারা জলবায়ু সংক্রান্ত বৈশ্বিক প্রতিশ্রুতি ও বাস্তব পদক্ষেপের মধ্যকার ক্রমবর্ধমান ব্যবধান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সমাবেশ উদ্বোধন করে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুরশিদ বলেন, “বৈশ্বিক কার্বন নিঃসরণে সবচেয়ে কম দায় থাকা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম বড় ভুক্তভোগী দেশ।
“বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ‘ফ্রন্টলাইন’ দেশগুলোর একটি। অথচ গ্লোবাল নর্থের দেশগুলো পদক্ষেপ নিতে দেরি করায় দরিদ্র দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে।”
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক মুজিবুর রহমান হাওলাদার।
‘ধরা’ এর সদস্য সচিব শরীফ জামিলে সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।
সমাবেশে ‘ফ্রেন্ডস অব দ্য আর্থ’–এর প্রধান নির্বাহী আসাদ রেহমান, ‘টারা ক্লাইমেট ফাউন্ডেশন’–এর ডেপুটি রিজিওনাল প্রোগ্রাম ডিরেক্টর সাইনান হটন বক্তব্য রাখেন।
রোববার সমাবেশের দ্বিতীয় দিনে থিমেটিক সেশন, কর্মশালা ও নেটওয়ার্কিং আলোচনা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
