তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২২ অক্টোবর (বুধবার) ২০২৫ তারিখে জনাব মনিজা খাতুন, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ আওতাধীন সানারপাড়, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, নয়াকাটা ব্রীজ, ডগাইর, সারুলিয়া, ডেমরা, মহাকাশ রোড, ডেমরা, কাঠেরপুল, ডেমরা, ঢাকা এলাকার ৪টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, এস কে ওয়াশিং ও মেসার্স মুসলিম ডেনিম (ওয়াশিং) নামক শিল্প প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৩/৪” জিআই পাইপ- ৬৫ ফুট, ৩/৪” প্লাস্টিক পাইপ- ২০ফুট, ১/২” জিআই পাইপ- ৩০ ফুট, কোয়ার্টার পাইপ ১০০ফুট, বার্নার ১টি, সিংগেল চুলা ১টি, কম্প্রেসার ১টি ও বুস্টার ১টি অপসারণ/জব্দ করা হয়েছে। এস কে ওয়াশিং ও মেসার্স মুসলিম ডেনিম (ওয়াশিং) নামক শিল্প প্রতিষ্ঠানের নিকট থেকে মোট ২,০০০০০/- (দুই লক্ষ টাকা) জরিমানা আদায় করা হয়েছে।
একই দিনে, জনাব টি.এম রাহসিন কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ-সোনারগাঁও আওতাধীন সোনাখালী ও মাঝেরচর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, অবৈধ ১টি চুনা কারখানা ও অবৈধ ১টি বিস্কুট ফ্যাক্টরীর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বার্ণার ৭ টি ও ১.৫” পাইপ প্রায় ১৫০ ফুট এবং ৩/৪” পাইপ প্রায় ১০০ ফুট অপসারণ/জব্দ করা হয়েছে। অবৈধ ১টি বিস্কুট ফ্যাক্টরীর কাছ থেকে ২০,০০০/- টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এতে দৈনিক প্রায় ৭২,০০০/- টাকার গ্যাস সাশ্রয় করা সম্ভব হবে। ফায়ার সার্ভিসের সহায়তায় চুনা কারখানার আগুন নিয়ন্ত্রণ করা হয় এবং পানি স্প্রে করে মালামাল বিনষ্ট করা হয়েছে।
এছাড়া, জনাব সুমি রানী দাস, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -জয়দেবপুর, জোবিঅ- জয়দেবপুর আওতাধীন নাওজোড়, মেট্রো বাসন থানা ও ভবানীপুর, গাজীপুর সদর, গাজীপুর এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, শিল্প সংযোগসহ আনুমানিক ২০০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ০৭ জন গ্রাহককে মোট ৫,৮০,০০০/- (পাঁচ লক্ষ আশি হাজার) টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টে পেট্রোবাংলার পরিদর্শন টিম উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
