করাপশন টক
রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন আরেকটি অধ্যায় যোগ করল মরক্কো; ফিফা আরব কাপের ট্রফি ঘরে তুলল

editor
ডিসেম্বর ১৯, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

আরব ফুটবলের ধারাবাহিক সাফল্য যেন চোখে পড়ার মতো। সাফল্যের এই গল্পে এবার নতুন আরেকটি অধ্যায় যোগ করল মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে প্রথমবার ফুটবল বিশ্বকে তাক লাগানো দলটি তিন বছর পর আবার কাতারেই উৎসবে মেতেছে।

দোহার লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত ফিফা আরব কাপের ফাইনালে জর্ডানকে ৩–২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে মরক্কানরা।

এই প্রথম আরব কাপের ফাইনালে খেলতে নেমেছিল জর্ডান। সাহসী ও প্রাণবন্ত পারফরম্যান্সে তারা মরক্কোর জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছিল। তবে অভিজ্ঞতার ঘাটতি শেষ পর্যন্ত তাদের পিছিয়ে দেয়। নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত সময়ে গড়ানো নাটকীয় ম্যাচে পাঁচ গোলের লড়াইয়ে জয় তুলে নেয় মরক্কো।

ম্যাচের শুরুতেই উসামা তান্নানে মরক্কোকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৪৮তম মিনিটে আলী ওলোয়ানের হেডে সমতা ফেরায় জর্ডান। পরে ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে তারা লিড নেয়। কিন্তু ম্যাচ শেষের ঠিক আগে, নির্ধারিত সময়ের ৮৮তম মিনিটে আব্দেররাজ্জাক হামেদ আল্লাহ গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান।

অতিরিক্ত সময়ের ১০০তম মিনিটে আবারও গোল করে তিনি মরক্কোর জয় নিশ্চিত করেন এবং আফ্রিকা নেশনস কাপের আগে দলকে উপহার দেন গুরুত্বপূর্ণ এক ট্রফি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।