করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলের আগে বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করেছেন নাহিদ রানা, বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন এই স্পিডস্টার

editor
ডিসেম্বর ২১, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

বছরখানেক ধরে জাতীয় দলে নিয়মিত নাহিদ রানা। বিশেষ করে লাল বলের ক্রিকেটে অনেকটাই জায়গা পাকা করে ফেলেছেন। তবে সবশেষ বিপিএলে শুরুর দিকে ভালো করলেও শেষ দিকে ফর্ম ধরে রাখতে পারেননি। গতবারের মতো এবারের বিপিএলেও রংপুর রাইডার্সের হয়ে খেলবেন এই স্পিডস্টার।

বিপিএলের এবারের আসরের আগে প্রথমবারের মতো আজ অনুশীলনে যোগ দেন নাহিদ। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান বিপিএল সামনে রেখে স্লোয়ার নিয়েও কাজ করছেন, ‘ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। নতুন যে স্কিলগুলো নিয়ে কাজ করছি, সেগুলো এবার বিপিএলে ডেলিভার করার চেষ্টা করব।’

নতুন স্কিলগুলো কী, সে বিষয়ে জানতে চাওয়া হলে নাহিদ বলেন, ‘আমি চেষ্টা করছিলাম পারফেক্ট ইয়র্কার, স্লোয়ার ডেলিভারি ঠিকভাবে করার। যে জিনিসগুলো স্পেশালি ডেথ বোলিংয়ের সময় লাগে টি-টোয়েন্টি ক্রিকেটে, ওই জিনিসগুলোই চেষ্টা করছি।’

বিপিএলে নিজের লক্ষ্য নিয়ে নাহিদ বলেন, ‘আমার একটাই চেষ্টা থাকে যে আমি কীভাবে দলকে ম্যাচ জেতাব। আমার সবসময় মাথায় এইটা থাকে যে, আমি আমার টিমকে ম্যাচ জেতাব। আমার ব্যক্তিগত কোন গোল থাকে না যে আমি সর্বোচ্চ উইকেট শিকারী হবো।’

‘দেশের হয়ে খেললে আমার মাথায় এটা থাকে যে আমি যেন অবদান রাখতে পারি। যদি দুই উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ জেতাতে পারি, আমি খুশি। যদি আমার কাছে মনে হয়, যে উইকেট না পেয়েও দলকে ম্যাচ জেতাতে পারি, তা আমি খুশি।’
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।