রিলস আসক্তি নিয়ে জনসাধারণের অভিযোগের শেষ নেই। শেষ কিছু দিনে এর সঙ্গে যোগ হয়েছে এআই দিয়ে বানানো ভিডিও। সব মিলিয়ে সাধারণ ভোক্তাদের ৬ ইঞ্চির স্ক্রিনে আটকে যাওয়ার সময়টা ক্রমেই বাড়ছে পাল্লা দিয়ে।
এই ফাঁদ থেকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও বাদ যাননি। সম্প্রতি লুজু টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, অবসর পেলে অনেক রিলস দেখেন তিনি।
তার কথা, ‘অনেক বেশি টিকটক দেখি আমি, আমি সবকিছুই দেখি। সত্যি বলতে আমি ওখানে অনেক বেশি সময় কাটাই। তবে আমি এটা অবসর সময় পেলে করি।’
টিকটকে মেসির নিজেরও ভিডিও আছে। তার ফুটবল দক্ষতার, বিভিন্ন কীর্তির ভিডিও যেমন আছে, তেমনি আছে এআই দিয়ে বানানো ভিডিও। সেসব কিছুতে মেসিকে দেখা যায় হাস্যকর সব কাজ করতে।
কিছু কিছু ভিডিও আছে, যেখানে তাকে দেখা যায় রোনালদোর সঙ্গে মিলে খুনসুটি করতে। এমনকি তাকে গ্রেপ্তারও হতে দেখা যায়। এবার মেসি জানালেন, টিকটকে সেসব ভিডিও তার নিউজফিডেও যায়।
সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমাকে দিয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে বানানো বেশ অনেকগুলো ক্লিপ দেখেছি। একটাতে তো আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। সেসব দেখে বেশ মজা পেয়েছি।’
