করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিসিবির কাছে কী চেয়েছে আইসিসি, জানালেন বুলবুল

editor
জানুয়ারি ৭, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

মাঝরাতে এক খবরে রীতিমতো নড়েচড়ে বসতে হয়েছিল বাংলাদেশের ক্রিকেটভক্তদের। আইসিসি নাকি বিসিবিকে জানিয়েছে, ভারতে গিয়ে বিশ্বকাপে খেলতেই হবে, নাহয় পয়েন্ট কাটা যাবে দলের। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই খবরটি সত্য নয়।

তবে তিনি জানিয়েছেন আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগ হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা কিছু বিষয়ে জানতে চেয়েছে বোর্ডের কাছে।

আইসিসিকে গত রোববারই বিসিবি জানিয়ে দিয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না। সেখানে জানানো হয় নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কারণে যেতে অপারগতা প্রকাশ করছে বাংলাদেশ।

সে বিষয়েই পরিষ্কার জানতে চেয়েছে আইসিসি। বুলবুল বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে সিকিউরিটি কনসার্ন আছে। আমরা এই কারণে ভারতে যাব না।’

বিসিবির উদ্বেগের জায়গাটা কোথায়, সেটাই সবিস্তারে জানতে চেয়েছে আইসিসি। বিসিবি প্রধানের কথা, ‘তারপরও আইসিসি আরেকবার গতকাল রাতে বিসিবির কী কী নিরাপত্তাজনিত উদ্বেগ আছে, সেগুলোর একটা পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে। কী কারণে বিসিবির উদ্বেগ, কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন, সেই ব্যাখ্যাটা আইসিসির কাছে দেওয়া হবে। তারপর বলা যাবে আইসিসি কী সিদ্ধান্ত নেয়।’

গেল রাতে ক্রিকইনফো জানায় যে বাংলাদেশকে আইসিসি শক্তভাবে বলে দিয়েছে, ভারতে খেলতে যাও, নাহয় ওয়াকওভার দিতে হবে, সে খবর পুরোপুরি মিথ্যা বলেই জানান বুলবুল। তিনি বলেন, ‘কিন্তু হুট করে যেটা বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে না হয় বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে, এই খবর একদমই মিথ্যা।’ সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।