করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ নিয়ে বিসিবি আইসিসিকে আজ আরও একটি ই-মেইল পাঠিয়েছে

editor
জানুয়ারি ৮, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ নিয়ে বিসিবি আইসিসিকে আজ আরও একটি ই-মেইল পাঠিয়েছে। আজ বিকেল ৪টা নাগাদ এই চিঠি পাঠিয়েছে বোর্ড।

কেন ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলাটা বাংলাদেশের জন্য অনুকূলে নেই সে বিষয়ে সবিস্তারে জানিয়েছে বিসিবি। সেই মেইলে যোগ করা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্ট ও রেফারেন্সও। যুগান্তরকে বিষয়টি জানিয়েছে বোর্ডের একটি সূত্র।

তবে এই মেইলের জবাব এখনই মিলবে না। আগামী ১০ জানুয়ারি এই ইস্যুতে আইসিসির সিদ্ধান্ত জানতে পারবে বিসিবি।

গত রোববার বিসিবির আইসিসিকে ভারতে গিয়ে খেলতে অপারগতা জানিয়ে একটি ই-মেইল করে। এই মেইল দেওয়ার পেছনে বড় কারণ ছিল বিসিসিআইয়ের সিদ্ধান্ত। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে ‘নির্দেশ’ দেয়।

আইপিএল নিলামে গত ডিসেম্বরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। বিসিসিআইয়ের নির্দেশনার পরে কলকাতা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপরই বিসিবি এই সিদ্ধান্ত নেয়।

এরপর আইসিসি একটি ফিরতি মেইল দেয় মঙ্গলবার৷ যেখানে আইসিসি বোর্ডের কাছে নিরাপত্তা শঙ্কা নিয়ে বিস্তারিত জানতে চায়। সেই মেইলের জবাবই আজ দিল বোর্ড।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।