করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিএমপি’র অভিযানে অস্ত্র,ডাকাতিসহ ডজনখানেক মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী মোঃ সাঈদ হোসেন প্রকাশ বুলেট গ্রেফতার

editor
জানুয়ারি ৯, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আসামি সাঈদ হোসেন প্রকাশ বুলেট দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাইসহ নানাবিধ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংগঠিত করে আসছিল। উক্ত আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দ্রুত বিচার আইনে ডজনখানেক মামলা থাকলেও সে বেপরোয়াভাবে একের পর এক অপরাধ সংঘটিত করে জনমনে ভীতি সঞ্চার করে আসছিল।

এ প্রেক্ষিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ লুৎফুল আহসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ০৮/০১/২০২৬ ইং তারিখ রাত ২৩.৩০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড় এলাকা হতে কুখ্যাত সন্ত্রাসী ০১। সাঈদ হোসেন প্রকাশ বুলেট (২৬), পিতা—আবু সৈয়দ,মাতা— তাহমিনা আক্তার, স্থায়ী ঠিকানা—কেশুয়া, মোস্তাক সওদাগরের বাড়ি, ৫নং ওয়ার্ড, থানা—চন্দনাইশ, জেলা—চট্টগ্রাম, বর্তমান ঠিকানা—আইস ফ্যাক্টরি রোড, মিজানের ভাড়া ঘর, থানা—সদরঘাট, জেলা—চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বর্ণিত আসামির নামে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই ও চুরিসহ ১০ (দশ)টির অধিক মামলা রুজুর তথ্য পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।