করাপশন টক
রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিউপি’র শিক্ষার্থী র্ধষণ মামলার আসামী বিপ্লব রোজারিও-কে দিয়াবাড়ি থেকে গ্রেফতার করেছে র‌্যাব

editor
অক্টোবর ২১, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিউপি’র শিক্ষার্থী র্ধষণ মামলার আসামী বিপ্লব রোজারিও-কে উত্তরা দিয়াবাড়ী থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

“বাংলাদেশ আমার অহংকার” – এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‍্যাব বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২০ অক্টোবর ২০২৫ তারিখ দুপুরে ঢাকা মহানগরীর উত্তরা থানাধীন দিয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকার সাভারে টিউশন শেষে বাসায় ফেরার পথে বিইউপি শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আসামি বিপ্লব রোজারিও(৪০)’কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহারসূত্রে জানা যায় যে, গত ১৪ অক্টোবর ২০২৫ বিইউপির জনৈক শিক্ষার্থী সাভার মডেল থানাধীন আব্দুলপুর এলাকায় টিউশন শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে অটোরিকশা যোগে রওনা করে। ভিকটিম সাভার মডেল থানাধীন কমলাপুর গোয়ালিপাড়াস্থ এলাকায় পৌঁছালে আসামীরা ভিকটিমের পিছু নেয় এবং এক পর্যায়ে ভিকটিমকে জোরপূর্বক তাদের পূর্ব পরিকল্পিত স্থানে নিয়ে গিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। আসামিরা ভিকটিমকে এ ব্যাপারে কাউকে না জানানোর জন্য বলে এবং এ ব্যাপারে কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে।

উক্ত ঘটনাটি পরবর্তীতে এলাকায় জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এ সংক্রান্তে সাভার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে জড়িত অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগরীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার অন্যতম আসামী বিপ্লব রোজারিও(৪০)’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।