করাপশন টক
রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, জরিমানা আদায়

editor
অক্টোবর ২৯, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) ২০২৫ তারিখে জনাব সিমন সরকার, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ- মেঘনাঘাট আওতাধীন পিরোজপুর ও আষাঢ়িয়ার চর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকার ৪টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ৩টি চুনা কারখানা, হিরাঝিল রেস্টুরেন্ট ও সুগন্ধা রেস্টুরেন্ট -এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২” ব্যাসের (প্রায়) ১০ ফুট পাইপ, স্টার বার্ণার ০৫ টি, হোজ পাইপ আনুমানিক ৫০০ ফুট অপসারণ/জব্দ করা হয়েছে। উক্ত অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার কারণে হিরাঝিল রেস্টুরেন্টের মালিককে ৫০,০০০ টাকা এবং সুগন্ধা রেস্টুরেন্টের মালিককে ১,০০,০০০ টাকাসহ মোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

একই দিনে, পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের -নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ- সাভার আওতাধীন ভরারী, রাজফুলবাড়ীয়া, কর্ণপাড়া, নামা গেন্ডা, সাভার, ঢাকা এলাকার ৪টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, গ্রাহক মেসার্স সাম ব্রার্দাস (৩৩৮০০৫৮) এর পরিবেশ ছাড়পত্র না থাকায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ও জোবিঅ-সাভার টীম কর্তৃক ১৯-১০-২০২৫ খ্রি. তারিখে অভিযানে বিচ্ছিন্নকৃত সংযোগের মধ্যে একটি আবাসিক বাড়িতে অবৈধভাবে পুনরায় গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিক সংযোগটি অপসারণ পূর্বক সোর্স পয়েন্ট হতে কিল করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।