করাপশন টক
রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

editor
নভেম্বর ৫, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ৫ নভেম্বর ২০২৫ (বুধবার): গত ৪ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের বিদ্যমান সাংগঠনিক কাঠামোর অধীনে ‘স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স’ -এর স্বতন্ত্র কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমান্ড্যান্ট, আর্টিলারি সেন্টার ও স্কুল।

এর মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি এয়ার ডিফেন্স ব্যবস্থার পেশাদার প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের নতুন অধ্যায় সূচনা হলো। এ পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের এয়ার ডিফেন্স অফিসার ও সৈনিকদের উন্নততর প্রশিক্ষণ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স’ এখন থেকে একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল।
বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের ধারাবাহিকতায় এটি আরেকটি উল্লেখযোগ্য অর্জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।