করাপশন টক
রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিএমপিতে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

editor
নভেম্বর ৬, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

আজ ০৬ নভেম্বর ২০২৫খ্রি. (বৃহস্পতিবার) বিকাল ২:৩০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সংস্থার সভাপতি জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়।

সভা শুরুতে সংস্থার সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় ১ (এক) মিনিট নিরবতা পালন করা হয়।

পরবর্তীতে সভার আলোচ্যসূচি অনুযায়ী বিষয়সমূহ উপস্থাপিত হয় এবং এসংক্রান্তে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দ চট্টগ্রাম মহানগরীর ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সমন্বিতভাবে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাপতি মহোদয় সংস্থার উন্নয়ন, জবাবদিহিতা ও ক্রীড়ার সার্বিক অগ্রগতির লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন—চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার, বিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপি’র বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।