দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ বুধবার (১০-১২-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে টাঙ্গাইল গাজীপুর ও গনপুর্ত অধিদপ্তরেরউন্নয়ন ও রক্ষণাবেক্ষণ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
👉 অভিযান ০১:
টাঙ্গাইল জেলায় পৌর কর্তৃপক্ষ ও বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির অনুমোদন ব্যতীত ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, টাঙ্গাইল হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে এনফোর্সমেন্ট টিম গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন ও পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে নিয়ে অভিযোগ সংশ্লিষ্ট অনুমোদনবিহীন নির্মাণাধীন ভবনসমূহ সরেজমিনে পরিদর্শন করে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। পরিদর্শন ও রেকর্ডপত্রের পর্যালোচনায় ভবন নির্মাণে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সংশগৃহীত রেকর্ডপত্রসমূহ বিশদ পর্যালোচনার পর টিন কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
👉 অভিযান ০২:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীপুর, গাজীপুর -এ স্বাস্থ্যসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে টিম ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সাথে কথা বলে বহিঃবিভাগ, জরুরি বিভাগ, সার্জারি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে সেবার মান, রোগীদের ডায়েট চার্ট অনুযায়ী খাবার সরবরাহ এবং সামগ্রিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।পরিদর্শনে ওয়ার্ড ও ওয়াশরুমগুলো অপরিচ্ছন্ন পাওয়া যায়। এছাড়াও ডায়েট চার্ট অনুযায়ী খাবারের ওজন পরিমাপে গরমিল পাওয়া যায়। জানা যায় যে, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বিধিবহির্ভূতভাবে সাব–ঠিকাদারের মাধ্যমে খাবার সরবরাহ করে আসছেন। টিম কর্তৃক ওষুধের স্টক রেজিস্ট্রার যাচাইয়ে গরমিলসহ দৈবচয়ন ভিত্তিতে বাস্তব মজুদ ঘাটতি লক্ষ্য করা হয়। ভর্তিকৃত অধিকাংশ রোগী নিয়মিত খাবার পান না এমন অভিযোগও পাওয়া যায়। অধিকন্তু, কম্পাউন্ডের বাসা বরাদ্দ প্রক্রিয়াতেও অনিয়ম পরিলক্ষিত হয়। এ প্রেক্ষিতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নিয়মিত খাবার সরবরাহ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ওষুধ সংরক্ষণ ও বিতরণে যথাযথ নজরদারি নিশ্চিত করার জন্য দুদক টিম কর্তৃক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করা হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিমিত্ত কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
👉 অভিযান ০৩:
গণপূর্ত অধিদপ্তরে ‘উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ’ কাজের বিল প্রদানে ঠিকাদারদের নিকট হতে ঘুস দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টিম গণপূর্ত অধিদপ্তর থেকে অভিযোগ সংশ্লিষ্ট ২০১৮-২০১৯ অর্থ বছর থেকে ২০২৩-২০২৪ অর্থবছরে অভিযোগে উল্লিখিত খাতে যে সকল ঠিকাদার কার্যাদেশ প্রাপ্ত হয়েছেন এবং তাদের নিকট গণপূর্ত অধিদপ্তর যে সকল বিল পরিশোধ করেছে সেসকল রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্রসমূহ পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
