তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৬ অক্টোবর (রবিবার) ২০২৫ তারিখে জনাব মনিজা খাতুন, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ- বন্দর আওতাধীন জাঙ্গাল, বারপাড়া, কেওডালা, মদনপুর বাস স্ট্যান্ড, বন্দর, নারায়ণগঞ্জ এলাকার ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ১১.৫ কিলোমিটার এলাকার আনুমানিক ১,৮০০ আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের এম এস পাইপ ৭৯০ ফুট, রেগুলেটর ১৮টি, ভাল্ব -৩টি, লক উইং কক ৯টি, পাইপ রেঞ্জ ২টি ও স্টার বার্নার ২টি অপসারণ/জব্দ করা হয়েছে। উক্ত অভিযানে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
একই দিনে, পেট্রোবাংলার সেন্ট্রাল ভিজিলেন্স টিমের সদস্য সচিব মহোদয়ের চাহিদা মোতাবেক জোবিঅ -সাভারের যৌথ বিচ্ছিন্ন অভিযানে মোট ৫৩ টি মিটারবিহীন আবাসিক সংযোগ সম্পন্ন বাড়ি পরিদর্শন করা হয়েছে। অভিযানে, বকেয়াজনিত কারণে ২৪টি ও অতিরিক্ত চুলা ব্যবহারজনিত কারণে ১টিসহ মোট ২৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়, তাৎক্ষণিকভাবে ১১ টি সংযোগের বকেয়া বাবদ মোট ২০,২২,৭৭৬/- টাকা আদায় করে পুন:সংযোগ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩৮৯টি শিল্প, ৫২০টি বাণিজ্যিক ও ৭০,৮৯৮টি আবাসিকসহ মোট ৭১,৮০৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,৫২,৬৭৮টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ২৯১.৩ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
