করাপশন টক
রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, জরিমানা আদায়

editor
অক্টোবর ২৭, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৬ অক্টোবর (রবিবার) ২০২৫ তারিখে জনাব মনিজা খাতুন, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ- বন্দর আওতাধীন জাঙ্গাল, বারপাড়া, কেওডালা, মদনপুর বাস স্ট্যান্ড, বন্দর, নারায়ণগঞ্জ এলাকার ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ১১.৫ কিলোমিটার এলাকার আনুমানিক ১,৮০০ আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের এম এস পাইপ ৭৯০ ফুট, রেগুলেটর ১৮টি, ভাল্ব -৩টি, লক উইং কক ৯টি, পাইপ রেঞ্জ ২টি ও স্টার বার্নার ২টি অপসারণ/জব্দ করা হয়েছে। উক্ত অভিযানে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একই দিনে, পেট্রোবাংলার সেন্ট্রাল ভিজিলেন্স টিমের সদস্য সচিব মহোদয়ের চাহিদা মোতাবেক জোবিঅ -সাভারের যৌথ বিচ্ছিন্ন অভিযানে মোট ৫৩ টি মিটারবিহীন আবাসিক সংযোগ সম্পন্ন বাড়ি পরিদর্শন করা হয়েছে। অভিযানে, বকেয়াজনিত কারণে ২৪টি ও অতিরিক্ত চুলা ব্যবহারজনিত কারণে ১টিসহ মোট ২৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়, তাৎক্ষণিকভাবে ১১ টি সংযোগের বকেয়া বাবদ মোট ২০,২২,৭৭৬/- টাকা আদায় করে পুন:সংযোগ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩৮৯টি শিল্প, ৫২০টি বাণিজ্যিক ও ৭০,৮৯৮টি আবাসিকসহ মোট ৭১,৮০৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,৫২,৬৭৮টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ২৯১.৩ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।