করাপশন টক
বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুদক এনফোর্সমেন্ট ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান

editor
জানুয়ারি ২১, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (২১-০১-২০২৬ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

👉 অভিযান ০১:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম সড়ক ও জনপথ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার দুইজন নিরপেক্ষ প্রকৌশলী; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার প্রকল্প সংশ্লিষ্ট দুইজন প্রকৌশলী, সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর হতে শাহজাদা পুর রোডের মলয় সীমানা হতে শাহজাদাপুর চকবাজার অংশ পর্যন্ত সড়ক সরেজমিনে পরিদর্শন করে। এ সময় উপস্থিত জনসাধারণ সড়কের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরিদর্শনকালে টিম উক্ত সড়কের ভিন্ন ভিন্ন ৩টি জায়গা হতে নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করেন। সংগৃহীত নমুনা সংক্রান্ত বিশেষজ্ঞ প্রতিবেদন পর্যালোচনা শেষে টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

👉 অভিযান ০২:
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা হতে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে আগত রোগীদের সাথে কথা বলে এবং হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ও অন্যান্য স্টাফদের কার্যক্রম পর্যবেক্ষণ করে। অভিযানকালে প্রাপ্ত তথ্য ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বক্তব্য পর্যালোচনায় দেখা যায় যে, বিধি-বহির্ভূতভাবে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) ও সিনিয়র স্টাফ নার্স কর্তৃক হাসপাতালের জরুরী ও বহির্বিভাগে আগত রোগীদের ব্যবস্থাপত্র দেয়া হয়। উপস্থিত সেবাপ্রার্থীরা অভিযোগ জানান যে, হাসপাতালের প্রদত্ত ব্যবস্থাপত্র অনুযায়ী সকল ওষুধ তাদেরকে প্রদান করা হয় না এবং সিংহভাগ ওষুধই বাহির থেকে ক্রয়ের পরামর্শ দেওয়া হয়। এছাড়া হাসপাতালের প্যাথোলজিক্যাল ইউনিট, ওয়ার্ডের পরিবেশ নোংরা দেখা যায়। সার্বিক বিবেচনায় উক্ত স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা প্রদান ওষুধ বিতরণে ব্যাপক অব্যবস্থাপনা রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রতীয়মান হয়। এনফোর্সমেন্ট টিম কর্তৃক অভিযানকালে প্রাপ্ত তথ্যাদির প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

👉 অভিযান ০৩:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে টি.আর ও কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম পীরগঞ্জ উপজেলার ২০২২-২৩ অর্থবছরের টি.আর ও কাবিখা প্রকল্পের রাস্তাসমূহ পরিদর্শন করে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং স্হানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণের সাথে এ বিষয়ে আলোচনা করা হয় এবং তথ্য সংগ্রহ করা হয়। প্রকল্প সংশ্লিষ্ট সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।