দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ বৃহস্পতিবার (৩০-১০-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
👉 অভিযান ০১:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেলান্দহ, জামালপুর -এ চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানের শুরুতে টিম ছদ্মবেশে হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ, ওয়ার্ড পরিদর্শন এবং রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান ও খাবারের গুণগত মান সম্পর্কে ধারণা গ্রহণ করে। এ সময় প্যাথলজি সেবাও পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে খাবারের মান, প্যাথলজি সেবা এবং রোগীদের ঔষধ সরবরাহ সন্তোষজনক পাওয়া গেলেও স্বাস্থ্য কমপ্লেক্সের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও সার্বিক পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। আরও দেখা যায়, আউটডোর বিভাগে মেডিকেল অফিসার ছিলেন না, তার পরিবর্তে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দ্বারা রোগীদের সেবা প্রদান করা হচ্ছিলো। টিম সার্বিক বিষয় যাচাই শেষে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করে। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্যাবলির প্রেক্ষিতে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
👉 অভিযান ০২:
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে শিক্ষক-কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে ব্যাপক ঘুস বাণিজ্যসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় এনফোর্সমেন্ট টিম অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা পরিদর্শন করে বদলি সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে। সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক টিম প্রয়োজনীয় সুপারিশসহ কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
👉 অভিযান ০৩:
দিয়ারা সেটেলমেন্ট অফিস, চট্টগ্রাম -এর কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ভূমি জরিপে ঘুস দাবি, আর্থিক সুবিধার বিনিময়ে জাল দলিল ব্যবহার করে অন্যের সম্পত্তি ভিন্ন ব্যক্তির নামে রেকর্ড করে দেওয়া এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদস্থ দিয়ারা সেটেলমেন্ট অফিসে উপস্থিত হয়েকর্তৃপক্ষের নিকট থেকে অভিযোগ সম্পর্কিত রেকর্ডপত্র সংগ্রহ করে। সার্ভেয়ার ও তসদিক কর্মকর্তাগণের বিরুদ্ধে ঘুস গ্রহণ, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভূমির রেকর্ড পরিবর্তনের অভিযোগগুলো সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্রের আলোকে যাচাই করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
