করাপশন টক
রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের ৩টি অভিযোগের বিষয়ে অভিযান

editor
নভেম্বর ৩, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (০৩-১১-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

👉 অভিযান ০১:
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে হাসপাতালে উপস্থিত হয়ে বহির্বিভাগে আগত রোগীদের যথাযথভাবে ওষুধ সরবরাহ করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করে। অভিযানকালে দেখা যায়, রোগীদের জন্য রান্না করা মাংসের ওজন নির্ধারিত ১৮০ গ্রামের স্থলে মাত্র ১২৫ গ্রাম এবং পাউরুটির ওজন ১০০ গ্রামের স্থলে ৫০ গ্রাম পাওয়া যায়; পাউরুটির সাথে নির্ধারিত ৫০ গ্রাম চিনি সরবরাহ করা হয়নি। রান্নাঘরে ডায়েট চার্ট প্রদর্শনের বাধ্যবাধকতা থাকলেও কোনো ডায়েট চার্ট পাওয়া যায়নি। এছাড়াও রান্নাঘর ও বাথরুমের পরিচ্ছন্নতা সন্তোষজনক ছিল না মর্মে টিমের দৃষ্টিগোচর হয়। হাসপাতালের প্যাথলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের প্রমাণ মেলে এবং ওয়ার্ডে সরবরাহকৃত বেডশিট অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। ডাক্তারগণ নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন না মর্মে টিমের নিকট পরিলক্ষিত হয়, ফলে রোগীদের দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। এছাড়াও একজন ডাক্তার কর্তৃক বিধিবহির্ভূতভাবে হাসপাতালের কোয়ার্টারে ব্যক্তিগত চেম্বার খুলে রোগী দেখার অভিযোগের সত্যতাও অভিযানকালে পাওয়া যায়। প্রাপ্ত এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করে দুদক টিম। অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

👉 অভিযান ০২:
রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃক মেলা বা প্রদর্শনী আয়োজনে নানাবিধ দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এনফোর্সমেন্ট টিম 7th China South Asia Expo & 27th China Import and Export Fair -এ অংশগ্রহণকারী বাংলাদেশী প্রতিষ্ঠানসমূহের নিকট হতে জামানত গ্রহণে অনিয়ম, Poland Shoe Expo 2022 -এ অংশগ্রহণ অনুমোদনে অসাধু উদ্দেশ্যে দীর্ঘসূত্রিতা এবং বিভিন্ন প্রশাসনিক দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট বেশ কিছু রেকর্ডপত্র বিশ্লেষণ করা হয়। এছাড়াও বেশ কিছু আলামত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থার জন্য ইনভেন্টরি করা হয়েছে। সংগৃহীত সকল রেকর্ডপত্র বিশ্লেষণ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

👉 অভিযান ০৩:
নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বর্ণিত স্টেডিয়াম সরেজমিনে পরিদর্শন ও নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে নির্মাণসামগ্রী পরীক্ষা করা হয়। সার্বিক পর্যালোচনায় বর্ণিত স্টেডিয়ামে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। নিরপেক্ষ প্রকৌশলী কর্তৃক পরীক্ষার ফলাফল ও মতামত বিশ্লেষণ শেষে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।