করাপশন টক
রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এলজিইডিতে পাঁচ জনের পদোন্নতি

editor
অক্টোবর ২১, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ৫ জন সহকারী প্রকৌশলী/ উপজেলা সহকারী প্রকৌশলীকে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ নিয়ে সংক্ষুব্ধরা নতুন করে আইনি প্রক্রিয়া শুরু করেছেন। উন্মুক্ত আবেদনে তারা এ বিষয়ে আদালত এবং এলজিইডি দায়িত্বশীলদের সুদৃষ্টি তথা তাদের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছেন। সংক্ষুব্ধ একাধিক প্রকৌশলী মানবজমিনকে বলেন- এলজিইডিতে পিএসসি’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নূর নবী খান এবং অপর ৪ জনের প্রশাসনিক ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলা আদালত পদোন্নতির বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা দিয়েছেন। দায়েরকৃত মামলার নম্বর-এটি ১৩৩/২০২৩ (নতুন ১২১/২০২৪)। ৬ই এপ্রিল ২০২৩ তারিখের ২নং আদেশে বলা হয়- ফেয়ার বা ল’ ফুল গ্রেডেশন লিস্ট চূড়ান্ত না হওয়া পর্যন্ত সহকারী প্রকৌশলী/উপজেলা সহকারী প্রকৌশলী থেকে সিনিয়র সহকারী প্রকৌশলী/উপজেলা প্রকৌশলী পদে (৬ষ্ঠ গ্রেড) পদোন্নতি দেয়া যাবে না। কিন্তু আদালতের ওই নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় সরকার বিভাগ গত ৬ই অক্টোবর ৭৫৭ নং স্মারক মূলে ৫ জনকে পদোন্নতি দিয়েছে। ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ আবদুস শাকের, মো. সোহেল রানা, শফিকুর রহমান ভূঁইয়া, আয়েশা আক্তার এবং মো. মাজেদুল হক সজীব।

এ বিষয়ে সংশ্লিষ্ট মামলার আইনজীবী বলেন, বিষয়টি তাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পদোন্নতির আদেশটি জারির মাধ্যমে ‘আদালত অবমানা’ হওয়ায় ইতিমধ্যে পদোন্নতি প্রদানের সঙ্গে জড়িত স্থানীয় সরকার বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা বরাবর উকিল নোটিশ প্রদান করা হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক এলজিইডি’র এক কর্মকর্তা জানান যে, এলজিইডিতে ২০০৮, ২০১৫ সালে প্রকাশিত বিভিন্ন পদের প্রথম শ্রেণির কর্মকর্তাদের জ্যেষ্ঠতার দু’টি খসড়া তালিকা রয়েছে। প্রথম দিকে ২০০৮ সালের জ্যেষ্ঠতা তালিকা মোতাবেক পদোন্নতি দেয়া হতো। পরবর্তীতে ২০১৫ সালের জ্যেষ্ঠতা তালিকা অনুসরণ করা হতো। ২০১৫ সালের জ্যেষ্ঠতা তালিকা অনুসরণ করে দুইজন প্রধান প্রকৌশলীসহ ২০২৩ সাল পর্যন্ত ৩৩৩ জন প্রথম শ্রেণির কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। কিন্তু কিছু কর্মকর্তাকে সুবিধা দেয়ার জন্য ২০১৫ সালে জ্যেষ্ঠতা তালিকার পরিবর্তে এখন ২০০৮ সালে খসড়া জ্যেষ্ঠতা তালিকা অনুসরণ করে পদোন্নতি দেয়া হচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। ওই কর্মকর্তার দাবি নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী জ্যেষ্ঠতা ও পদোন্নতি নীতিমালা-২০১১ এর বিধি ১০ (১) এর শর্ত মোতাবেক অনুমোদিত জ্যেষ্ঠতা তালিকা ব্যতিত প্রথম শ্রেণির কোনো পদেই পদোন্নতি প্রদানের সুযোগ নেই। তথাপি এলজিইডিতে বিভিন্নভাবে পদোন্নতি অব্যাহত রাখা হয়েছে। তিনি জানান, হাইকোর্ট রিট মামলা নং ১৪১১৮/২০২৪ এর ০৬/০৮/২০২৫ তারিখের আদেশ মোতাবেক রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রথম শ্রেণির সকল কর্মকর্তার পদোন্নতির উপর স্থিতাবস্থা বহাল। সেখানে কোনো অবস্থাতেই পদোন্নতি হতে পারে না। সূত্র: মানবজমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।