করাপশন টক
রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুদক ৪টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা

editor
অক্টোবর ২৮, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (২৮-১০-২০২৫ খ্রি.) ৪টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

👉 অভিযান ০১:
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি কর্তৃক আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উক্ত স্বাস্থ্যকেন্দ্রে কোন কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত পাওয়া যায় নি- শুধু একজন ঝাড়ুদার দায়িত্বে ছিলেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দপ্তর ধূলিমলিন ও পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরিদর্শকালে রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে তেলাপিয়া মাছ রান্না হতে দেখা যায়। তথ্য পাওয়া যায়, রোগীদের প্রতিদিনই নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে। প্রায় এক বছর ধরে ওষুধের রেজিস্টার আপডেট করা হয়নি এমনটিও দুদক টিমের দৃষ্টিগোচর হয়। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রের সদ্য নির্মিত নতুন ভবন পরিদর্শনে নিম্নমানের নির্মাণকাজ লক্ষ্য করা যায়। অভিযানকালে প্রাপ্ত ব্যাপক অনিয়মের তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার সুপারিশপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

👉 অভিযান ০২:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের জমি অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় (অঞ্চল–৫) এ উপস্থিত হয়ে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই করে। পরবর্তীতে সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রামচন্দ্রপুর খালের জমি পরিদর্শন করা হয়। নির্মিতব্য ভবনটি সরকারি খাস জমির ওপর নির্মিত হচ্ছে কি না তা যাচাইয়ের জন্য সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

👉 অভিযান ০৩:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাল সনদ ব্যবহার করে চাকরি গ্রহণসহ নানাবিধ প্রশাসনিক ও আর্থিক দুর্নীতি-অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম সরেজমিনে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত তথ্যাবলি ও রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, অভিযোগে উল্লিখিত ব্যক্তিবর্গের পদোন্নয়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কর্মচারী নিয়োগ বিধিমালা যথাযথভাবে প্রতিপালন করা হয়নি। এছাড়াও উক্ত পদোন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) অনুমোদনও গ্রহণ করা হয়নি। সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্রের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

👉 অভিযান ০৪:
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহীতে মুমূর্ষু রোগীকে অক্সিজেন সরবরাহ না করা, চিকিৎসাসেবা প্রদানে হয়রানিসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী হতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম রাজশাহী মেডিকেলের ১৬ নং মেডিসিন ওয়ার্ডে ১৯-০৮-২০২৫ খ্রি. তারিখে ডাক্তার, ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে রোগী মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট রাত্রিকালীন রোস্টারে দায়িত্ব পালনকারী চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের বক্তব্য গ্রহণ করে। এছাড়াও টিম অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।